প্রতিবেদন : আজ ইন্ডিয়ার বৈঠক। বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর জোটের স্ট্র্যাটেজি ঠিক হবে এই বৈঠকে। মঙ্গলবার বাংলায় তৃণমূলের বিপুল জয়ের মুখ্যমন্ত্রী বলেন, আমি যেতে না পারলেও অভিষেক হয়তো যাবে। তবে শরিক দলের নেতৃত্বকে অনুরোধ করব বৈঠকের আগে প্রত্যেক দলের প্রতিনিধিদের আলাদা করে মতামত নেওয়া হোক।
আরও পড়ুন-বিরোধী ঝড়ে ছারখার যোগী, ইন্ডিয়াকে ঘিরে স্বপ্ন দেখা শুরু
মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি আর সংখ্যাগরিষ্ঠ নয়। ক্ষমতার জোরে আর আইন পাশ করতে দেওয়া হবে না। অত্যাচার বন্ধ করতে হবে। এজেন্সি দিয়ে অত্যাচার হলে ইন্ডিয়া চেপে ধরবে। আমার অনুরোধ, এসব বন্ধ করুক বিজেপি। বিচারব্যবস্থা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ফিরে আসুক। আমি তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী, উদ্ধব ঠাকরে-সহ ইন্ডিয়ার নেতাদের সঙ্গে কথা বলেছি। বিহারের ফল নিয়েও প্রশ্ন রয়েছে। সবকিছুই মঙ্গলবারের বৈঠকে আলোচনা হবে।