বিরোধী ঝড়ে ছারখার যোগী, ইন্ডিয়াকে ঘিরে স্বপ্ন দেখা শুরু

লক্ষণীয় বিষয় হল, যে রামমন্দিরকে ঘিরে বিজেপি ‘ভোটলুঠ’-এর স্বপ্ন দেখা শুরু করেছিল, সেই অযোধ্যাতেই গোহারা হেরেছে তারা।

Must read

প্রতিবেদন : ছন্নছাড়া বিজেপি। তাসের ঘরের মতো ভেঙে পড়ল সাধের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বাংলা ও তামিলনাড়ুতে। ৪০০ পার তো দূরের কথা, একক সংখ্যাগরিষ্ঠাতা থেকে কয়েক যোজন দূরে রইল বিজেপি। এখন শরিকদের মন বুঝে সরকার গড়ার কঠিন পরীক্ষা। বুলডোজার যোগী কুপোকাত। দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও তার জোটসঙ্গী দখল করে নিল ৪৩ আসন। মহারাষ্ট্রে ৩০ আসন। আর বাংলা তো কার্যত বিজেপিকে বিদায়বার্তা শুনিয়ে দিয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

লক্ষণীয় বিষয় হল, যে রামমন্দিরকে ঘিরে বিজেপি ‘ভোটলুঠ’-এর স্বপ্ন দেখা শুরু করেছিল, সেই অযোধ্যাতেই গোহারা হেরেছে তারা। হেরে গিয়েছেন বিজেপির পোস্টারগার্ল স্মৃতি ইরানি। এমনকী বাংলা থেকে দুই কেন্দ্রীয় মন্ত্রীরও ভরাডুবি হয়েছে। অন্যদিকে রাজ্যে রাজ্যে ইন্ডিয়া ঝড়। সমস্ত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে ২৪০ ছোঁয়ার কাছাকাছি রয়েছে ইন্ডিয়া। ম্যাজিক ফিগার থেকে সামান্য দূরে। বিহারে যেভাবে বিজেপি জিতেছে সে নিয়ে প্রশ্ন শুধু তৃণমূলনেত্রীর তাই নয়, ক্ষুব্ধ আরজেডি নেতা তেজস্বী যাদবও। যাদের নিয়ে সরকার গড়ার স্বপ্ন দেখছে বিজেপি যেকোনও সময়ে সেই স্বপ্ন ছাড়খাড় হতে পারে। তার কারণ, এনডিএ জোটের শরিকরা যত না ভালবাসায় জোট করেছে, তার চেয়ে ভয়ে ভক্তি ছিল বেশি। ফলে আগামী দিনে কেন্দ্রে পাশা উল্টে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে বিজেপি যে ঘোড়া কেনাবেচা করতে কোমর বেঁধে নেমে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Latest article