প্রতিবেদন : তৃণমূলের মহিলা ব্রিগেডের জয়জয়কার। পশ্চিমবঙ্গ থেকে ১১ জন মহিলা সাংসদ এবার যাচ্ছেন দিল্লিতে। যা প্রায় ৩৮ শতাংশ। গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে। উল্লেখ্য, ২০১৯ লোকসভায় দিল্লিতে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের (Parliament- TMC) মহিলা সাংসদের সংখ্যা ছিল ৯। তাৎপর্যপূর্ণ বিষয়, এবারে বিজেপির কোনও মহিলা সাংসদ বাংলা থেকে দিল্লিতে যেতে পারেননি। মহিলা সাংসদ হিসেবে নতুন মুখ রয়েছে পাঁচজনের, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মিতালি বাগ, জুন মালিয়া এবং শর্মিলা সরকার। অপরদিকে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মালা রায়, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল ও মহুয়া মৈত্র আগেও দিল্লিতে গিয়ে বাংলার হয়ে সুর চড়িয়েছেন। এবারে তৃণমূল প্রার্থী করেছিল মোট ১২ জন মহিলাকে। তার মধ্যে ১১ জনই জয়ী হয়েছেন। বর্তমান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে নারীশক্তির উন্নয়ন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র রাজনৈতিক স্তরেই নয়, সাধারণস্তরেও দেখা গিয়েছে রূপশ্রী, কন্যাশ্রীর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে উপকৃত মহিলা মহল। এমনকী এই টাকায় তারা স্বনির্ভর হওয়ারও স্বপ্ন দেখেছে। অনেকেই শুরু করেছে নিজেদের ব্যবসা। আর সেই স্বপ্ন দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিত্বেই শুধুমাত্র মহিলাদের গুরুত্ব দেওয়া নয়, বর্তমান এবং আগামী দিনের মহিলা ভোটারদের দিকেও বিশেষ নজর দিয়ে থাকেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। তৃণমূলের রাজ্যসভায় রয়েছেন দোলা সেন, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব ও মমতাবালা ঠাকুর, মৌসম বেনজির নুর। বিধানসভায় তৃণমূল সদস্যদের ৩৩ শতাংশের বেশি মহিলা।
অপরদিকে, লোকসভায় বিজেপির যে দু’জন মহিলা সাংসদ (Parliament- TMC) ছিলেন সেই দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়ও এবার গোহারা হেরেছেন। অন্যদিকে রেখা পাত্র, পিয়া সাহা, অমৃতা রায়ও জিততে পারেননি। ফলে বাংলা থেকে মহিলা সাংসদ হিসেবে বিজেপির ভাঁড়ে মা ভবানী অবস্থা।
দেশে রেকর্ড, এবার সংসদে তৃণমূলের ৩৮% মহিলা
১০ বছর পরেও বিজেপির মাত্র ১২ শতাংশ