কোচবিহারে তৃণমূলের বিজয় মিছিলে গুলি চালাল বিজেপি

Must read

সংবাদদাতা, কোচবিহার : ভোটে লজ্জাজনক হার মেনে নিতে পারছেন না অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। ব্যর্থতার দায় ঢাকতে তাঁর নেতৃত্বে কোচবিহারে সন্ত্রাস চলছেই। বুধবার বন্দুক হাতে, ধারালো অস্ত্র নিয়ে তৃণমূল কংগ্রেসের বিজয়োৎসবে বিজেপির দুষ্কৃতীরা তাণ্ডব চালাল।
বিজেপির দুষ্কৃতীদের অস্ত্রের কোপে গুরুতর জখম হন তৃণমূল কংগ্রেসের অঞ্চল যুব সভাপতি রেজ্জাক আলি। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন আরও দুই তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের তাণ্ডবে কোতোয়ালি থানার ভোজনপুর রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ জখম তিন
তৃণমূল কর্মীকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। জখমদের দেখতে যান কোচবিহার লোকসভার তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া ও জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া জানান, তাঁরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন। বিজেপি সন্ত্রাস করে হেরে গেলেও তাদের শিক্ষা হয়নি। কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দেন জেলা সভাপতি। তিনি বলেন, এভাবে দিনের পর দিন বিজেপির সন্ত্রাস চলতে পারে না। পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দুষ্কৃতীদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে।

আরও পড়ুন- সরকার গড়া সহজ হবে না এবার এনডিএ-র : অভিষেক

Latest article