সংবাদদাতা, খড়দহ : ডেঙ্গু (Dengue) রুখতে তৎপর প্রশাসন। খড়দহের পাতুলিয়ায় একটি বেসরকারি আবাসনে ৪০ জন ডেঙ্গু (Dengue) আক্রান্ত। খবর পেয়ে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chatterjee) ফোন করে বিডিওকে বলেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। রবিবার সকালেই বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরি (Jayanta Debabrata Chowdhury), পঞ্চায়েত প্রধান তপতী দাস বিশ্বাস (Tapati Das Biswas), তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট সুকুর আলি (Sukur Ali) পুরকায়েত-সহ প্রশাসনের কর্তারা পৌঁছে যান এলাকায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ডেঙ্গু প্রতিরোধে অভিযান। কোথাও জমা জল রয়েছে কি না খতিয়ে দেখা হয়। আবর্জনা, প্লাস্টিকের প্যাকেট সরিয়ে এলাকা পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি মশার তেল ছড়ানো হয়। আবাসনের প্রত্যেকটি বাড়ি ঘুরে ডেঙ্গু সম্পর্কে সচেতন করেন। বাড়িতে কোথাও যেন জমা জল না থাকে সে কথা মাথায় রাখতে বলা হয় বাসিন্দাদের। জ্বর এলে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন।