Nadia: নদিয়ায় ধান কেনা হবে ২ লক্ষ মেট্রিক টন

Must read

শ্যামল রায়, নদিয়া : নদিয়া (Nadia) জেলায় চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন ধান কিনবে রাজ্য সরকার (West Bengal Government)। সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে ইচ্ছুক চাষিদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। খোলাবাজারের থেকে সরকার নির্ধারিত ধানের দাম অনেক বেশি পাচ্ছেন চাষিরা। গত বছর থেকে এ বছর কুইন্টাল প্রতি সহায়ক মূল্য ৭২ টাকা বাড়িয়েছে রাজ্য। এবার ১৯৪০ টাকা কুইন্টাল দরে চাষিরা ধান বিক্রি করতে পারবেন। এছাড়াও উৎসব ভাতা পাবেন ২০ টাকা করে। তাই সহায়ক মূল্যে ধান বিক্রির আগ্রহ যেমন বেড়েছে, তেমনই ‘মহাজন প্রথা’ বিলুপ্তির পথে।

আরও পড়ুন-Dengue: ডেঙ্গু রুখতে ঝাঁপাল প্রশাসন

আগে চাষিরা মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করে চাষ করতেন। সহায়ক মূল্যে ধান বিক্রির প্রবণতা বাড়তে থাকায় মহাজনদের দাপট কমেছে। অভিযোগ পেলে প্রশাসনিক কর্তারা অসাধুদের উপর আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও জেলার (Nadia) বিভিন্ন প্রান্তে চাষিরা যাতে সহজে ধান বিক্রি করতে পারেন, সেজন্য আরও ছ’টি ক্রয়কেন্দ্র করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে রয়েছে ১১৬টি মুখ্য ক্রয়কেন্দ্র। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত বছরের মতো এ বছরও বিভিন্ন সোসাইটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ধান কেনার প্রস্তুতি নিয়েছে। ধান বিক্রি করতে চাষিদের নাম নথিভুক্তির কাজও শুরু হয়েছে। নাকাশিপাড়া, কালীগঞ্জ, রানাঘাট-১, কৃষ্ণগঞ্জ, চাকদা, নবদ্বীপ ব্লক এলাকায় ধানচাষের পরিমাণ সবথেকে বেশি।

Latest article