সংবাদদাতা, আলিপুরদুয়ার : অনুমোদনহীন একাধিক সংগঠন নয়। শ্রমিকদের উন্নয়নের জন্য থাকবে একটিই শ্রমিক সংগঠন। কারণ একাধিক সংগঠন শ্রমিকদের লড়াইকে ক্ষুণ্ণ করে। ডুয়ার্সের চা বাগানগুলিতে ব্যাঙের ছাতার মতো অনুমোদনহীন শ্রমিক ইউনিয়ন থাকবে না। রবিবার আলিপুরদুয়ারে এমনটাই নিদান দিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-Kangana Ranaut: কমিশনের আর্জি
সংবর্ধনা সভায় চা বাগান শ্রমিকদের স্বার্থরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রমিক সংগঠনগুলিকে আইএনটিটিইউসি-র ছাতার তলায় নিয়ে আসার নির্দেশ দেন। বাগানভিত্তিক সংগঠনের ইউনিট তৈরি করে কাজ করলে আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে দলের অভূতপূর্ব ফল হবে বলেও তিনি আশাবাদী।
ঋতব্রত আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে বন্ধ বাগান খোলার। রাজ্য সরকার প্রতিনিয়ত সেই চেষ্টা করছে। ইতিমধ্যে যেসব বাগান খুলেছে সেগুলি ভালভাবেই চলছে।’’ চা বাগানের হারানো জমি ফিরে পেতে মূল সংগঠনের পাশাপাশি শ্রমিক সংগঠনের ভূমিকা যে আগামী দিনে জেলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে তা ঋতব্রতর কথায় স্পষ্ট। এদিনের সভায় ছিলেন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি বিনোদ মিনজ।