প্রতিবেদন : রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতি-সংক্রান্ত নীতি পর্যালোচনা করতে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারপার্সন করা হয়েছে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে (Chandrima Bhattacharya)। কর্মিবর্গ ও প্রশাসনিক, অর্থ এবং পূর্ত দফতরের প্রধান সচিবরা ওই কমিটিতে রয়েছেন। সঙ্গে সরকারি কর্মচারী ইউনিয়নের তিনজন প্রতিনিধিকেও রাখা হয়েছে। এই কমিটি বৈঠক করে আগামী ছ’মাসের মধ্যে পদোন্নতি-সংক্রান্ত বিষয়ে নিজেদের সুপারিশ রাজ্য সরকারের কাছে জমা দেবে। এই কমিটি মূলত ৭টি বিষয় পর্যালোচনা করবে। কেন্দ্রীয় সরকারের সচিবালয় এবং অন্য রাজ্যের সচিবালয়ের কর্মীদের মতোই, রাজ্যের সচিবালয়ের কর্মীদের পদোন্নতির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে কমিটি। ডিরেক্টরেট এবং আঞ্চলিক স্তরের সরকারি দফতরের কর্মীদের পদোন্নতি-সংক্রান্ত সুযোগ-সুবিধা যাতে সমতুল হয় তা খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন- পুলিশের সাফল্য: চুঁচুড়ায় নাবালিকা অপহরণে ধৃত ৫
রাজ্য সরকারি কর্মীদের মধ্যে সচিবালয়ে কর্মরত থাকেন দেড় শতাংশ। ডিরেক্টরেটে কর্মরত অবস্থায় রয়েছেন তিন শতাংশ এবং আঞ্চলিক অফিসে কর্মরত রয়েছেন ৯৫ শতাংশ। সচিবালয়ের কর্মীদের ক্ষেত্রে পদোন্নতির পরিসর অনেকটাই বেশি। অন্য দুটি ক্ষেত্রে তা কিছুটা সীমিত।
জানা গিয়েছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার এবং জুনিয়র সেক্রেটারিয়েট সার্ভিস পর্যন্ত যাবতীয় বিষয়টি পর্যালোচনা করে দেখবে সংশ্লিষ্ট কমিটি। এক্ষেত্রে তাঁদের পারফরম্যান্স রিপোর্টও খতিয়ে দেখা হবে। রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে রাজ্য সরকারের সদর্থক পদক্ষেপের ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। আর সেই লক্ষ্যে এই কমিটি গঠন অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।