বঞ্চনার বিরুদ্ধে ২ ও ৩ অক্টোবর রাজধানীতে ধরনা ও প্রতিবাদ

৫০ লক্ষ চিঠি নিয়ে দিল্লিতে তৃণমূল

Must read

প্রতিবদেন : আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে রাজধানী দিল্লির (TMC-Delhi) বুকে ধরনা ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রথমে ঠিক ছিল রামলীলা ময়দানে হবে এই কর্মসূচি। কিন্তু বিজেপির পুলিশ অনুমতি না দেওয়ায় বিকল্প রাস্তায় হাঁটে তৃণমূল (TMC-Delhi)। নতুন তিন জায়গায় কর্মসূচি করতে চেয়ে সম্প্রতি ফের পুলিশের অনুমতি চায় তৃণমূল। কিন্তু অমিত শাহের পুলিশ তা নাকচ করে দেয়। কিন্তু কর্মসূচি পালন করবেই তৃণমূল। শনিবার তা ফের জোর গলায় জানিয়ে দিল দল। আগামী ২ অক্টোবর রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধা জানাবে তৃণমূল। উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরদিন ৩ অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তারও অনুমতি চাওয়া হয়েছে। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, বাংলাকে বঞ্চিত করা হয়েছে। ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার বঞ্চনা। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, গ্রামীণ কাজ, পেনশন যোজনা, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে গিয়েছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে। কেন্দ্রের সরকার দেখা করেনি। পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা করেছিলেন। সেখানে বঞ্চনা নিয়ে নানা অভিযোগ আসে। তাই দিল্লিতে কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন-রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত নীতি তৈরিতে চন্দ্রিমার নেতৃত্বে ১০ সদস্যের কমিটি

রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে দিল্লিতে বড় কর্মসূচি হবে। আমরা বারবার চিঠি দিয়েছি। দুঃখিত আমাদের অনুমতি দেয়নি কেন্দ্রের সরকারের পুলিশ। এই কর্মসূচিতে ৫০ লক্ষ চিঠি নিয়ে যাওয়া হবে। দিল্লিতেই হবে এই প্রতিবাদ কর্মসূচি। মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। ওই কর্মসূচিতে দলের সব বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতিরাও থাকবেন। পরের দিন ৩ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমরা যাব। আমরা আজ চিঠি দিয়েছি তাঁর কাছে। আশা করি সময় দেবেন। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মনরেগায় রাজ্যের বকেয়া প্রাপ্য ২৮৭৬ ও গ্রামীণ আবাস যোজনায় বকেয়া ৩৭৩১ কোটি টাকা। সবমিলিয়ে ৬ হাজার কোটিরও বেশি পাওনা। ৪৮ দফা তারা কেন্দ্রীয় দল পাঠিয়েছে। এই রাজ্যে এখনই ১ কোটি ৯৮ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে। ধরনা-কর্মসূচি নিয়ে ফের দিল্লি পুলিশকে চিঠি দিয়েছে তৃণমূল। এই উপলক্ষে রামলীলা ময়দানে প্রায় ৫০ হাজার জনের থাকার বন্দোবস্ত করতে চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

Latest article