আজ বৃহস্পতিবার মাত্র ১৯ বছরে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে (Massive cardiac arrest) দক্ষিণ কলকাতার (south Kolkata) দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে । স্কুলে প্রার্থনা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। খুব তাড়াতাড়ি ওই ছাত্রীকে বেলভিউ হাসপাতালে (Belle Vue Clinic) নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দক্ষিণ কলকাতার একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলে এই ঘটনা ঘটে। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু বলে মনে করছেন চিকিৎসকরা।
আরও পড়ুন-স্থানীয়দের সৌজন্যে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচল সংঘমিত্রা এক্সপ্রেস
এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা। এত কম বয়সে এভাবে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হাসপাতালে উপস্থিত চিকিৎসকরা মানতে পারছেন না। জানা গিয়েছে, ছাত্রীটিকে যখন হাসপাতালে নিয়ে আসা তখন তার কোন পালস ছিল না।দেহে প্রাণ ফেরানোর জন্য সবরকম চেষ্টা করা হয়। সিপিআর (CPR) দেওয়া হলেও ওই ছাত্রীর দেহে প্রাণ ফেরেনি। ময়নাতদন্ত হলে ঠিক কোন কারণে মৃত্যু সেটা জানা যাবে।
আরও পড়ুন-‘ওয়ান ইজটু ওয়ান লড়াই হবে’ বিরোধী দলগুলির মেগা বৈঠকে যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
শোকের ছায়ার মধ্যেই উঠছে প্রশ্ন। তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়েছিল কিনা ? ছাত্রীর কোনরকম শারীরিক অসুস্থতা আগে থেকেই ছিল? সেখানকার কাউন্সিলরের বক্তব্য, ছাত্রীটির প্রেসারের সমস্যা ছিল। মাঝেমধ্যেই স্কুলের বাইরে এসে তার বাবা বসে থাকতেন। মেয়েটির পরিবার যদিও সেটা মানতে চায়নি। পরিবার অপেক্ষা করছেন ময়নাতনদন্তের রিপোর্টের। যে রিপোর্ট দেখার পরই তাঁরা কোনওরকম অভিযোগ দায়ের করবেন কি না সেটা ঠিক করবেন।