সংবাদদাতা, মালদহ : একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস হল মন্ত্রীর সাবিনা ইয়াসমিনের হাত ধরে। রাজ্য সরকারের বরাদ্দকৃত প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে কালিয়াচকে কমিউনিটি হল, রাস্তা, নিকাশি নালা, নতুন সেতু নির্মাণ কর্মসূচি গ্রহণ করা হল। কালিয়াচক ১নং ব্লকে রাজ্য সরকারের উন্নয়নমুখী আটটি কাজের শিলান্যাস করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
আরও পড়ুন-বাংলাকে বিজেপি শূন্য করতে হবে, কর্মিসভা থেকে হুঙ্কার কল্যাণের
উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, বন ও ভূমিকর্মাধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ। এদিন কালিয়াচক ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় আটটি সরকারি উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে দুটি কমিউনিটি হল, একটি নতুন সেতু নির্মাণ, কালিয়াচক কলেজ যাওয়ার মুখে একটি রাস্তা, দুটো নিকাশি নালা, স্কুল বিল্ডিং নির্মাণ এবং কাঁঠালবাড়ি এলাকার একটি সেতু সংস্কার। সেই সব কাজের জন্যই প্রায় সাড়ে ৬ কোটি টাকার মধ্যে জেলা পরিষদ থেকে বরাদ্দ হয়েছে ১৭ লক্ষ টাকা। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে বাকি টাকা বরাদ্দ করা হয়েছে। এই উন্নয়নমূলক কাজ হওয়ায় স্থানীয় বাসিন্দারা রাজ্য সরকারকে কুর্নিশ জানিয়েছেন।