বাংলাকে বিজেপি শূন্য করতে হবে, কর্মিসভা থেকে হুঙ্কার কল্যাণের

সোমবার শ্রীরামপুর মহেশের এক কর্মিসভা থেকে কড়া প্রতিক্রিয়া দিলেন শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদি সরকারকে হটাতে হবে। তার সঙ্গে বাংলাকে বিজেপি শূন্য করতে হবে। সোমবার শ্রীরামপুর মহেশের এক কর্মিসভা থেকে কড়া প্রতিক্রিয়া দিলেন শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-চা চক্রে প্রচারে ঝড় প্রার্থী প্রসূনের

তিনি বলেন, আমার একটাই স্বপ্ন, শ্রীরামপুরকে আরও সুন্দরভাবে গড়ে তোলা। এই কেন্দ্রের সাংসদ হিসেবে বহু ক্ষেত্রে আমি উন্নয়নের চেষ্টা করেছি। এখানকার ওয়ালশ হসপিটালকে সুপার স্পেশালিটিতে রূপান্তরিত করা হয়েছে। শ্রীরামপুর পুর এলাকায় দুটি বৈদ্যুতিক চুল্লি করা হয়েছে, মাহেশের ঐতিহাসিক জগন্নাথ বাড়ির আমূল সংস্কার করা করা হয়েছে। এছাড়াও ফুরফুরা শরিফের উন্নয়ন হয়েছে সাংসদ কোটার টাকায়। আগামী দিনের স্বপ্ন শ্রীরামপুরকে উন্নততর করা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচার ব্যবস্থার কলঙ্ক বলে অভিহিত করেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারকের চেয়ারে বসে রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং পক্ষপাতদুষ্ট বিচার করেছিলেন। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি না হারানো যায়, তাহলে আগামী দিনে কিছু ধান্দাবাজ বিচারপতি আইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করবে। মাহেশের এই কর্মিসভায় বিপুল সংখ্যায় মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল। ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর ও রিষড়ার পুরপ্রধান যথাক্রমে গিরিধারী সাহা ও বিজয় সাগর মিশ্র, কাউন্সিলর সন্তোষ সিং প্রমুখ।

Latest article