আগরতলা : পুলিশ উদাসীন। ত্রিপুরায় (Tripura) বিজেপির সন্ত্রাস অব্যাহত। তার মাঝেও জীবন বাজি রেখে ২০টি পুরসভা, কর্পোরেশন ও পঞ্চায়েত নিগমের ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। হামলা, মামলা, ভাঙচুর, আগুন, ভয় দেখানো চললেও পুলিশ দলদাসের ভূমিকায়। ফলে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।
আরও পড়ুন-গোয়ার ডোর টু ডোর প্রচার শুরু তৃণমূলের, শুনছে অভিযোগও
কিন্তু ত্রিপুরা জুড়ে তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রতিদিন বাড়ছে। আর তাতেই ভয় পেয়েছে বিজেপি। মানুষের আশীর্বাদ মাথায় নিয়েই প্রচার চলছে। পুরভোটের প্রচারের মেয়াদ আর সাতদিন। ২৫শে ভোট। আর তৃণমূলের পালে ঝড় তুলতে এবার বাংলার তারকারা যাচ্ছেন ত্রিপুরায়।
ত্রিপুরায় ভোট প্রচারে যাবেন অভিনেতা-সাংসদ দেব, বিধায়ক সোহম, জুন মালিয়া, যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়। নিশ্চিতভাবে বলা যায়, তারকা প্রচারে ঝড় উঠবে রাজ্যে। সেই ঝড় ঘূর্ণিঝড়ে পরিণত হবে ২২শে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলা পৌঁছনোর পর।
আরও পড়ুন-চুরি-চুরি-চুরি, চলছে বিজেপির চুরি, ‘দুয়ারে রেশন’ উদ্বোধনে প্রধানমন্ত্রী
সোমবার মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ক্রিকেটার তথা রাজ্যের মন্ত্রী মনোজ তেওয়ারি ত্রিপুরা পৌঁছে প্রচার শুরু করে দিয়েছেন। তুলে ধরছেন ত্রিপুরার অনুন্নয়নের ছবি।