গোয়ার ডোর টু ডোর প্রচার শুরু তৃণমূলের, শুনছে অভিযোগও

সোমবার সকাল থেকেই পথে নেমে পড়েন তৃণমূল নেতা লিয়েন্ডার পেজও। এদিন প্রথমেই তিনি যান কালাঙ্গুটে।

Must read

প্রতিবেদন : গোয়ার চল্লিশটি বিধানসভা এলাকা জুড়ে ব্যাপক প্রচারে নামল গোয়া তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল থেকেই লিয়েন্ডার পেজ-সহ গোয়ার ১৫ জন ভূমিপুত্র নেতা ও ৪৫০ জন স্বেচ্ছাসেবক পুরো গোয়া জুড়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন। শুনছেন তাঁদের অভাব-অভিযোগ। যাকে বলা হচ্ছে পিপলস চার্জশিট।

আরও পড়ুন-চুরি-চুরি-চুরি, চলছে বিজেপির চুরি, ‘দুয়ারে রেশন’ উদ্বোধনে প্রধানমন্ত্রী

গোয়ার বিধানসভা এলাকা ধরে প্রত্যেকটি বাড়িতে দেওয়া হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পুস্তিকা, যেখানে থাকছে ক্ষমতায় এলে আগামী দিনে গোয়ার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস কী কী করবে। বাংলায় যেভাবে মা-মাটি সরকারের আমলে উন্নয়ন হয়েছে, একই ভাবে গোয়াকেও সাজিয়ে তুলবে নতুন সরকার। গোয়ায় হবে নতুন সূর্যোদয়।

আরও পড়ুন-Indranil Sen: তৃণমূলকে ভয় দেখিয়ে রোখা যাবে না: ইন্দ্রনীল

সোমবার সকাল থেকেই পথে নেমে পড়েন তৃণমূল নেতা লিয়েন্ডার পেজও। এদিন প্রথমেই তিনি যান কালাঙ্গুটে। স্বাধীনতা সংগ্রামী সিরিয়াকো ডায়াসের সঙ্গে দেখা করেন। দলের তরফে তাঁকে সংবর্ধনা জানানো হয়। এরপর যান অলিম্পিয়ান সেলসা ডি’সিলভার বাড়িতে। সেলসা ১৯৮৪ সালে ভারতীয় হকি দলের সদস্য ছিলেন মস্কো অলিম্পিক স্কোয়াডে। তিনি হকিতে জাতীয় স্তরে সোনাজয়ী। দেশের ও গোয়ার এই সোনার মেয়েকেও সংবর্ধনা জানান লিয়েন্ডার।

Latest article