সংবাদদাতা, মালদহ : ছাত্র-যুবদের এগিয়ে আসার ডাক দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকাতেও তা প্রতিফলিত হয়েছে। এসেছে বিপুল জয়। আগামী উন্নয়নের প্রতীক হতে চলেছেন এই ছাত্র-যুবরা। উঠে আসছে একঝাঁক নতুন মুখ। বিরোধীদের অপপ্রচার, কুৎসা, সাথে সন্ত্রাস সবকিছু করেও জয় হাতছাড়া। মানুষ উন্নয়নের পক্ষেই দিলেন ভোট। জেলার উন্নয়নের মানচিত্র দেখে উদ্বুদ্ধ হয়েই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দু’হাত ভরে আশীর্বাদ করলেন। আর এতেই কুপোকাত বিরোধীরা। তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দখল করল মালদহ জেলা পরিষদ। ৪৩টি আসনের মধ্যে ৩৪টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-আজ লিগে যাত্রা শুরু ইস্টবেঙ্গলের, গিলের সঙ্গে ৩ বছরের চুক্তি
শুধু তাই নয়, এবারের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মালদহ জেলা পরিষদ আসনে একঝাঁক তরুণ মুখ জয়লাভ করেছেন। আগামী দিনে এরাই মালদহ জেলায় উন্নয়নের মুখ। লিপিকা বর্মন ঘোষ, জুয়েল রহমান সিদ্দিকী, রিয়াজুল করিম বক্সি সহ একাধিক যুবক-যুবতীরা এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জেলা পরিষদ আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। অপরদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও হবিবপুর বিধায়ক জুয়েল মুর্মুর লোকসভা বামনগোলা ব্লকের জেলা পরিষদের দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে। এটিও বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর বিধানসভার এলাকা।
আরও পড়ুন-নায়ক নামতে, বড় জয় মোহনবাগানের
এবারের নির্বাচনে মালদহ জেলার বিজেপির গড় হিসেবে পরিচিত হবিবপুর বামনগোলা গাজল পুরাতন মালদহে বিজেপিকে ধরাশায়ী করে নজর করা ফল করেছে তৃণমূল কংগ্রেস। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের পর ফের মালদহে সবুজ ঝড়। এ বিষয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মপন্থা দেখেই মালদহের মানুষ তৃণমূল কংগ্রেসকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন।