নায়ক নামতে, বড় জয় মোহনবাগানের

কয়েক বছর আগে আই লিগে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে শিলং লাজংয়ের বিরুদ্ধে এমনই একটি বিস্ময় গোল করে নজর কেড়েছিলেন মণিপুরী ফুটবলার

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে ছুটছে মোহনবাগানের জুনিয়র ব্রিগেড। প্রথম ম্যাচে ৩-১ গোলে জয়ের পর প্রিমিয়ার ডিভিশন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েও টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে হারাল মোহনবাগান। বুধবার ব্যারাকপুর স্টেডিয়ামে হ্যাটট্রিক করে সিনিয়র দলে নিয়মিত হওয়ার দাবি জোরালো করলেন মিজোরামের তরুণ মিডফিল্ডার লালরিনলিয়ানা নামতে।

আরও পড়ুন-কাঞ্চনজঙ্ঘার হাতছানি

তবে ম্যাচের সেরা নামতের পাশে বিস্ময়-গোল করে উজ্জ্বল হয়ে থাকলেন মণিপুরী উইঙ্গার নংডম্বা নাওরেম। সবুজ-মেরুনের হয়ে অপর গোলটি করেন সুহেল ভাট।
ম্যাচে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে মোহনবাগান। ৬ মিনিটে মানস সরকারের গোলে এগিয়ে যায় ময়দানের একদা জায়ান্ট কিলার টালিগঞ্জ। কিন্তু মোহনবাগান বলের দখল নিয়ে আক্রমণে ঝাঁজ বাড়াতেই ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে যায় ম্যুর অ্যাভিনিউয়ের দলটি। প্রথমার্ধেই বিশ্বমানের একটি গোল করে মোহনবাগানকে ম্যাচে সমতায় ফেরান নাওরেম।

আরও পড়ুন-২০ জেলা পরিষদেই নিরঙ্কুশ তৃণমূল

কয়েক বছর আগে আই লিগে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে শিলং লাজংয়ের বিরুদ্ধে এমনই একটি বিস্ময় গোল করে নজর কেড়েছিলেন মণিপুরী ফুটবলার। এদিনও কার্যত একইভাবে বিপক্ষের তিন-চারজন ডিফেন্ডারকে ড্রিবলে বিভ্রান্ত করে গোল পোস্টের দুরূহ কোণ দিয়ে বল জালে জড়িয়ে দেন নাওরেম। দ্বিতীয়ার্ধে একপেশে ম্যাচে আরও চার গোল করে মোহনবাগান। যার মধ্যে নামতের হ্যাটট্রিক। পায়ে, হেডে ও একটি গোল পেনাল্টি থেকে করেন নামতে। অপর গোলটি করেন সুহেল। কোচ বাস্তব রায় বললেন, ‘‘পিছিয়ে পড়েও পাঁচ গোল দেওয়াটা ইতিবাচক দিক। কিন্তু এখনও অনেক উন্নতি করতে হবে। গোল করলেও গোলের সুযোগ নষ্ট হচ্ছে। আমরাই শুরুতে এগিয়ে যেতে পারতাম। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি।’’ এদিকে, মোহনবাগান ছেড়ে কেরালা ব্লাস্টার্সেই যোগ দিচ্ছেন গত মরশুমে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল।

Latest article