অধিকার-উন্নয়ন অটুট রাখতে তৃণমূলকেই জয়ী করার ডাক

উল্টোদিকে আপনাদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে অনেক ভালো কাজও হচ্ছে। ভোট দেওয়ার সময় সেগুলি মাথায় রাখতে বলেন কুণাল।

Must read

প্রতিবেদন : নিজেদের অধিকার অটুট রাখতে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁদের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার ডাক দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে তিন-তিনটি সভা হয়। সেই সভা থেকে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিকেলে প্রথম সভাটি ছিল ভগবানপুর-১ ব্লকের শঙ্করপুর হাই স্কুল মাঠে।

আরও পড়ুন-কেন্দ্রকে যৌনতায় সম্মতির বয়স পরিবর্তন করার পরামর্শ হাইকোর্টের

সভায় কুণাল বলেন, নিজের অভিজ্ঞতা থেকে ভোট দিন। কেন্দ্রে একটা সরকার, যাঁরা প্রতিদিনই জ্বালানি থেকে খাদ্যসামগ্রী থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েই চলেছে। উল্টোদিকে রাজ্যে একটা সরকার, যারা আপনাদের খরচ কমাচ্ছে। এবার আপনারাই ঠিক করুন, কাকে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল এ রাজ্যে এগিয়ে চলেছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সবকটি আসনেই তৃণমূল প্রার্থীদের জয়ী করতে হবে। এত বড় দল, কোনও একটা ছোট ভুল হলে দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। উল্টোদিকে আপনাদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে অনেক ভালো কাজও হচ্ছে। ভোট দেওয়ার সময় সেগুলি মাথায় রাখতে বলেন কুণাল। সিমুলিয়ার ভিমেসারি বয়েজ স্কুল মাঠ ও কোটেবার কলাবেড়িয়া বাজারে আরও দুটি সভায় বক্তব্য পেশ করেন কুণাল। ছিলেন যুবনেতা সুপ্রকাশ গিরি, অর্ধেন্দু মাইতি প্রমুখ।

Latest article