১০০ দিনের টাকার দাবিতে হাইকোর্টে মামলা

কেন্দ্রের বিজেপি সরকার লাগাতার প্রতিহিংসার রাজনীতি করে চলেছে। রাজ্যকে জব্দ করার লক্ষ্যে বন্ধ করে দিয়েছে ১০০ দিনের কাজের টাকা।

Must read

সংবাদদাতা, কাঁথি : কেন্দ্রের বিজেপি সরকার লাগাতার প্রতিহিংসার রাজনীতি করে চলেছে। রাজ্যকে জব্দ করার লক্ষ্যে বন্ধ করে দিয়েছে ১০০ দিনের কাজের টাকা। টাকার অভাবে থমকে ১০০ দিনের কাজ। কেন্দ্রের এই ‘বঞ্চনা’র কারণে গ্রামাঞ্চলে অস্থায়ী শ্রমিকদেরও উপার্জন নেই। তারা রীতিমতো দুরবস্থায়।

আরও পড়ুন-দ্বীপ বিষ্ণুপুরে মহিলাদের পুজো প্রার্থনা, ঝঞ্ঝা থেকে রক্ষা করুন দেবী

পুজোর মুখে এই পরিস্থিতিতে কেন্দ্রকেই দুষে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন কাঁথির আবু সোহেল নামে এক আইনজীবী। আদালতে তিনি জানান, এখনও প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকা বকেয়া কেন্দ্রের কাছে। রাজ্যের প্রাপ্য টাকা পেতে হাইকোর্ট হস্তক্ষেপ করুক। মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রকে চিঠি লেখার পরও সেই টাকা মেলেনি, সে কথাও তুলে ধরা হয়েছে। মামলাটি গৃহীত হয়েছে আদালতে। প্রথম শুনানির দিন পড়েছে ১৪ নভেম্বর।

Latest article