নেতাজির জন্মদিবসে প্রকাশের পরেই হিট মুখ্যমন্ত্রীর লেখা দেশাত্মবোধক গানের সংকলন

Must read

২৩ জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৬ তম জন্মদিবস। দেশের পাশাপাশি রাজ্য জুড়েও এদিন সাড়ম্বরে ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালিত হচ্ছে। নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার রেড রোডে দেশনায়কের জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করছেন মুখ্যমন্ত্রী। নেতাজির (Netaji Subhash Chandra Bose) তথা দেশনায়কদের বলিদানের প্রসঙ্গও এড়িয়ে যাননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দেশনায়কের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে একটি দেশাত্মবোধক গানের সংকলনের সিডির আনুষ্ঠানিক প্রকাশ করা হল। গানের গীতিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশাত্মবোধক সংকলনের সিডির নাম ‘চরণ স্পর্শে’। মুখ্যমন্ত্রীর লেখা সিডি প্রকাশিত হওয়ার পরই অত্যন্ত সমাদৃত হয়েছে গানগুলি। ইতিমধ্যে লোকমুখে সেই গান প্রচারিত হচ্ছে। শুরুতেই ব্যাপক সাড়া ‘চরণ স্পর্শ’-র। এদিন মুখ্যমন্ত্রী ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন প্যারেড চলার আগে ও পরে এবং আলিপুর মিউজিয়ামে গানগুলি বাজানোর কথা ঘোষণা করেন।

মোট ৮টি গান আছে এই সিডিতে। গানগুলির সুরকার পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী। তিনি নিজেও এই অ্যালবামে গান গেয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির উদ্যোগে তৈরি এই প্রয়াসে জিৎ গঙ্গোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, অনল চট্টোপাধ্যায়, মন্ত্রী বাবুল সুপ্রিয়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, ইমন চক্রবর্তীর মতো প্রথিতযশা শিল্পীদের কণ্ঠেও শোনা যাবে গান।

আরও পড়ুন: শহিদ-স্বরাজ দ্বীপ নেতাজির রাখা নাম, মোদিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

এদিন রেড রোডের মঞ্চে অন্যান্য সঙ্গীতশিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীও। তিনি প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বিশেষ উদ্যোগের জন্য তাঁকে শ্রদ্ধা জানান। পরে নিজেই মুখ্যমন্ত্রীকে গানগুলি সাধারণ মানুষকে শোনানোর ব্যবস্থা করে দিতে বলেন। তিনি বলেন, আমাকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করানোয় আমি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি বলেন, এমন নাম সচারাচর হয় না, ‘চরণ স্পর্শে’ নামটি অসাধারন। আমি মুখ্যমন্ত্রীকে হার্দিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই।

Latest article