কাল থেকে করা যাবে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ

বাঁকুড়ার পাত্রসায়রে নবজোয়ার কর্মসূচির সভায় ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী। ওই সভায় তিনি সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচির ঘোষণা করেন।

Must read

প্রতিবেদন : আগামী বৃহস্পতিবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মানুষ সরাসরি ফোন করে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। কোন কোন নম্বরে অভিযোগ জানানো যাবে তা বৃহস্পতিবারই ঘোষণা করা হবে সরকারের তরফে। যাঁরা ফোন করে তাঁদের সমস্যার কথা জানাবেন, তাঁদের কথা নথিভুক্ত করবেন মুখ্যমন্ত্রী সচিবালয়ের গ্রিভান্স সেলের কর্মীরা। সমস্যা সমাধান করে, তা অভিযোগকারীকে জানিয়ে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আধিকারিকরা অভিযোগকারীর বাড়িতে গিয়ে তাঁর সমস্যার সমাধান হয়েছে কি না তার সত্যতা যাচাই করবেন।

আরও পড়ুন-রক্ষাকবচ পেয়ে মিথ্যাচারের রাজনীতি করে চলেছে গদ্দার

বাঁকুড়ার পাত্রসায়রে নবজোয়ার কর্মসূচির সভায় ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী। ওই সভায় তিনি সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচির ঘোষণা করেন। বৃহস্পতিবার নবান্নে এই কর্মসূচি উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যসচিব এইচ কে দিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা সহ সব দফতরের সচিবরা।

Latest article