জাতীয়

হন্যে হয়ে খোঁজ, মর্গ কর্তৃপক্ষের ভুলে দেহ চলে যাচ্ছে অন্যের কাছে

প্রতিবেদন : করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express accident) দুর্ঘটনায় মৃতদের দেহ পাওয়া নিয়ে এক অদ্ভুত জটিলতা তৈরি হয়েছে। অনেকেই অভিযোগ করছেন, তাঁদের প্রিয়জনদের দেহ তুলে দেওয়া হয়েছে অন্য কারও হাতে। একই মৃতদেহের দাবিদারও অনেক। এই অবস্থায় আত্মীয়-পরিজনরাও দিশাহারা। কী করবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা।

গোরাচাঁদ বন্দ্যোপাধ্যায় নামে বাংলার এক ব্যক্তি এখনও দাঁড়িয়ে আছেন ভুবনেশ্বর এইমসের মর্গের সামনে। তাঁর মতোই আরও অনেকে দুর্ঘটনার পর পাঁচ দিন কেটে গেলেও এখনও প্রিয়জনের দেহটি তাঁরা কেউই হাতে পাননি। গোরাচাঁদ ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন ছেলেকে। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার প্রবল অভিযাতে মৃতদেহগুলি সম্পূর্ণ থেঁতলে গিয়েছে। তার ওপর রেলের তরফে দেহ সংরক্ষণ করার উপযুক্ত ব্যবস্থা না করায় প্রবল গরমে সেগুলিতে পচন ধরেছে। ঠিকমতো শনাক্ত না হওয়ায় একজনের দেহ চলে যাচ্ছে অন্যদের হাতে। এ ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়াতে নিয়ম মেনে ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তাতেই লাগছে দীর্ঘ সময়। স্বজন হারানোর বেদনা চেপে মর্গের সামনে নিকটাত্মীয়দের ভিড় ক্রমশ বাড়ছে। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা গোরাচাঁদ ছেলে শুভাশিসের দেহ নিতে এসেছেন। সোমবার থেকে এইমসের মর্গের সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রৌঢ়। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার ফল মিললেই দেহ দেওয়া হবে। এখন ডিএনএ পরীক্ষার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন গোরাচাঁদ। মর্গের সামনেই দাঁড়িয়ে শেখ আবদুল গনি। দুর্ঘটনায় বড় ছেলেকে হারিয়েছেন তিনি। ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ভুবনেশ্বর এসেছেন বড় ছেলের দেহ নিতে (Coromandel Express Accident)। আবদুল জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, বিহারের কেউ তাঁর ছেলের দেহ নিয়ে চলে গিয়েছে। তাই তিনি তাঁর ছেলের দেহ পাচ্ছেন না। একই পরিস্থিতি জাকারিয়া লস্করেরও। কাকা আবু বকর লস্করের দেহ নিতে ভুবনেশ্বর এসে শুনছেন, মালদহের এক মহিলা তা নিয়ে চলে গিয়েছেন। এই ডামাডোল এড়াতে এখন ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক হয়েছে৷ কিন্তু তাতে সময় লাগছে আরও বেশি। ধৈর্যের বাঁধ ভাঙছে স্বজনহারাদের।

আরও পড়ুন: নতুন সংসদ ভবনে অখণ্ড ভারতের ম্যুরাল কেন? ক্ষোভ জানিয়ে প্রতিবাদ প্রতিবেশীদের

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago