সংবাদদাতা, জঙ্গিপুর : রবিবার সকালে ফরাক্কা ব্যারেজের (Farakka Barrage- Crocodile) ১২ নম্বর লকগেটের কাছে দেখা মিলল একটি কুমিরের। এরপর ফরাক্কার ডাউন স্ট্রিমের গঙ্গায় ফের দেখা যায় ওই কুমিরটিকে। মৎস্যজীবীরা সেখানে যখন মাছ ধরতে যান সেই ওই কুমিরটি তাঁদের মাছ ধরার জালে আটকা পড়ে। এরপর কুমিরটি জাল ছিঁড়ে পালায়। খবর পেয়ে ফরাক্কা বিট অফিসার প্রভাসকুমার মণ্ডল ঘটনাস্থলে আসেন। সূত্রের খবর, রবিবার ও সোমবার ছটপুজো আছে। কিন্তু সাধারণ মানুষের যাতে কোনও ক্ষতি না হয় এবং কুমিরটিরও (Farakka Barrage- Crocodile) যাতে কোনও ক্ষতি না হয় সেই কারণে জোরদার নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে ফরাক্কা বন দফতর। এভাবে আচমকাই ফরাক্কার একটি লকগেট এবং গঙ্গায় কুমিরের দর্শন মেলায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকার মানুষজনের মধ্যে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের কথায়, এলাকায় হঠাৎই কুমিরের দেখা মেলায় ত্রাসের সঞ্চার হয়েছে। বন দফতরের কাছে তাঁদের অনুরোধ, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক যাতে কাউকে কোনও বিপদে পড়তে না হয়।
আরও পড়ুন-ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা গুজরাতে, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর