ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা গুজরাতে, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাত (Cable Bridge Collapses in Gujarat) সফরের মাঝেই ভেঙে পড়ল ব্রিজ। মেরামতির ৪ দিনের মধ্যেই মোরবি (Morbi) নদীতে কেবল ব্রিজ (Cable Bridge) ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। রবিবার সন্ধেয় সেই সময় ব্রিজের উপর ৪০০-রও বেশি মানুষ ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত বহু। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

ট্যুইটারে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) নিহতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন। আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করেছেন।  স্থানীয়দের অভিযোগ,মোদির গুজরাত সফরকে কেন্দ্র করেই ওই কেবল ব্রিজ (Cable Bridge Collapses in Gujarat) মেরামতির কাজ হয়। কিন্তু তড়িঘড়ি ব্রিজ মেরামতির কাজ করতে গিয়েই ঘটে বিপত্তি। প্রধানমন্ত্রীর গুডবুকে নাম তুলতে কেন সবকিছু পরীক্ষা না করেই মোরাবি নদীর উপর তৈরি ওই কেবল ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল তা নিয়ে সরকারের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলছেন স্থানীয়রা।

আরও পড়ুন-রোহিঙ্গা ইস্যু নিয়ে তথ্য গোপন করছে কেন্দ্র

Latest article