সংবাদদাতা, বারাসত : পাইওনিয়ারের কালীপূজো এবার ৪৯ তম। করোনাকালে জৌলুস অনেকটাই কম। হোগলাপাতা দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ ত্রিপুরা রাজ্যের হস্তশিল্পে। আমরা সবাই পুজো কমিটি বয়সে নবীন হলেও বছর দুই আগে জাঁকজমকপূর্ণ কালীপূজো করে সকলকে টেক্কা দিয়েছিল।
আরও পড়ুন-সাদা বলে অশ্বিনকে দারুণ লাগল শচীনের
এবার করোনার জন্য জৌলুস কম। গুহার মধ্যে মন্দিরের আদলে মণ্ডপ। বারাসত নবপল্লী সার্বজনীন কালীপূজোর উদ্যোক্তা নবপল্লী অ্যাসোসিয়েশন। ৪২ বছরে পা রাখল পুজো। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। সম্পাদক চম্পক দাস বলেন করোনার আবহে পুজো করার ক্ষেত্রে আমরা সতর্ক আছি। পূজোর ক’টা দিন শীতবস্ত্র তুলে দেওয়া হবে। বারাসতের কালীপূজোর ধারক এবং বাহক হল রেজিমেন্ট। তাদের পুজো এ বছর ৬৪ বছরে। নেপালের প্যাগোডার আদলে হয়েছে মণ্ডপ। টাকি রোডের ধারেই শতদলের কালীপূজোর এ বছরের থিম উত্তরণ। অন্ধকার থেকে আলোয় ফেরা নিয়েই মণ্ডপ।