বনবিজ্ঞানী হয়ে নজির গড়লেন কৃষক কন্যা

মাধ্যমিক অবধি রেখার পড়াশুনা বাদামাইল এলপি উচ্চ বিদ্যালয় থেকে, উচ্চমাধ্যমিকের পড়াশুনা বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : কৃষক পরিবারের মেয়ে হলেন বনবিজ্ঞানী। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন কর্তৃক প্রকাশিত দেশের ২৭ জনের তালিকায় বর্তমানে জ্বলজ্বল করছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের আমরাইলের কালিহা গ্রামের মেয়ে রেখা মাহাতো-র নাম। রেখা মাহাতো-র বাবা কৃষক, মা অঙ্গনওয়াড়ি কর্মী, এক দাদা পেশায় হাই স্কুল শিক্ষক এবং আর এক দাদা মেডিক্যাল টেকনোলজিস্ট।

আরও পড়ুন-ত্রিপুরা বিজেপিতে গৃহযুদ্ধ চরমে, ২২ গজেও শাসক দলের দ্বন্দ্বের ছায়া

মাধ্যমিক অবধি রেখার পড়াশুনা বাদামাইল এলপি উচ্চ বিদ্যালয় থেকে, উচ্চমাধ্যমিকের পড়াশুনা বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে। এরপর রেখা-র উচ্চশিক্ষার পাঠগ্রহণ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে। জানা গেছে রেখা বায়োটেকনোলজি বিষয়ে গবেষণা করার সূযোগ পেয়েছেন। রেখা মাহাতো জানিয়েছেন, ২ মাস পরে তাঁর প্রশিক্ষণ শুরু হবে, ৩ মাসের প্রশিক্ষণ শেষে তিনি বিজ্ঞানী হিসাবে কাজে যোগ দেবেন। বায়োটেকনোলজি বিষয়ের উপরে গবেষণা করা তাঁর জীবনের আগামী লক্ষ্য বলে জানিয়েছেন রেখা মাহাতো।

Latest article