প্রতিবেদন : মর্মান্তিক! আগুনে পুড়ে বেঘোরে প্রাণ হারালেন বাবা এবং ছেলে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আরও এক ছেলে। ঘটনাস্থল তপসিয়া রোড। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ একটি জুতো রঙ করার কারখানায় আচমকাই আগুন লাগে। বেরিয়ে আসতে পারেননি ভেতরে থাকা মহম্মদ নাসিম (৫০) এবং তাঁর ছেলে মহম্মদ আমির (২৫)। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। সারারাত ধরে কারখানাতেই কাজ করছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন ছোটছেলে মহম্মদ জসিমও।
আরও পড়ুন-প্রেসিডেন্সিতে গেলেন রাজ্যপাল
ভোরের দিকে সকলেরই চোখের পাতা জড়িয়ে এসেছিল। শুয়ে পড়েছিলেন একটি মাচায়। আগুন লেগেছে বুঝতে পেরেই জসিম শাটার খুলে স্থানীয়দের সাহায্যে কোনওরকমে বাইরে বেরিয়ে আসতে পারলেও গুরুতর জখম হন তিনি। তাঁকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে আগুনের শিখা পৌঁছে যায় প্রায় ৩ তলা বাড়ির সমান উচ্চতায়। দমকলের ৪টি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। স্থানীয় মানুষজনের সহযোগিতায় উদ্ধার করা হয় দুটি দগ্ধ দেহ। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।