প্রেসিডেন্সিতে গেলেন রাজ্যপাল

জাতীয় শিক্ষানীতির গুরুত্বকে তুলে ধরেন রাজ্যপাল। তবে এরই মধ্যে জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখায় এসএফআই

Must read

প্রতিবেদন: প্রেসিডেন্সি (Presidency University) বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন খতিয়ে দেখতে রাজ্যপাল (governor) সি ভি আনন্দ বসু। গত কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন আচার্য হিসেবে। বৃহস্পতিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে কথা বলেন। জানতে চান বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে। এরপর তিনি ছাত্রছাত্রী, অধ্যাপক ও কর্মীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন-গরমে ছুটি শেষে স্কুুলে হবে অতিরিক্ত ক্লাস

জাতীয় শিক্ষানীতির গুরুত্বকে তুলে ধরেন রাজ্যপাল। তবে এরই মধ্যে জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখায় এসএফআই। উপাচার্যকে জিজ্ঞাসা করেন, এই মুহূর্তে প্রেসিডেন্সি জাতীয়স্তরে পঠনপাঠনে কোন জায়গায় রয়েছে। কারণ গত কয়েক বছরে প্রেসিডেন্সির যে মূল্যায়ন হয়েছে তাতে অবনমনই ঘটেছে। তাই রাজ্যপালের এই জিজ্ঞাস্য।

Latest article