সময় তখন মধ্যরাত। খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT) হঠাৎ করেই ভয়াবহ অগ্নিকাণ্ড। লালবাহাদুর শাস্ত্রী (এলবিএস) হলের কমন রুম আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল। প্রচুর জিনিসপত্র ছাই হয়ে গিয়েছে। আগুনের তীব্রতা ভালোই ছিল। খড়গপুর এবং সালুয়া থেকে দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে মনে করা হচ্ছে যদিও সেটা স্পষ্ট নয়।
আরও পড়ুন-ফের বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হল কর্নাটকে
পড়ুয়াদের বেশ কিছু জিনিস ছিল। আগুন লাগতেই খুব দ্রুত সেটা ছড়িয়ে পড়ে। দমকলের ইঞ্জিন যখন এসেছিল তখন আইআইটি চত্বর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। প্রথমে খড়্গপুর থেকে দমকল আসে। আগুন কোনমতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না বলে সালুয়া থেকে আরও দমকলের ইঞ্জিন আনা হয়। একঘণ্টার কিছু বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত প্রায় ৩টের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে যখন সবাই ঘুমাচ্ছন্ন।
আরও পড়ুন-১২ ঘণ্টা অপেক্ষা, ভর্তি নেওয়া হয়নি, সরকারি হাসপাতালের বাইরে প্রসব করলেন যুবতী
এই সময় ঘুম যাদের কংকরণে ভেঙে গিয়েছিল তাঁরা ছুটোছুটি করতে শুরু করেন। খবর দেওয়া হয় দমকল দফতরে। তাঁরা এসে আগুন নেভানোর জোর চেষ্টা করেন। কমন রুমে দাহ্য বস্তু ছিল বলে জানান দমকল কর্মীরা। তাতেই আগুন ভয়াবহ বিশাল আকার নেয়। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই।