হোটেল রুমে বিদেশিনি খু.ন, গ্রেফতার দুই কর্মী

বেঙ্গালুরু পুলিশের (Bengaluru police) বিশেষ তদন্তকারী দল শুক্রবার কেরল থেকে পলাতক দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Must read

বেঙ্গালুরু পুলিশের (Bengaluru police) বিশেষ তদন্তকারী দল শুক্রবার কেরল থেকে পলাতক দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। মৃতার নাম জ়ারিনা (৩৭)। তিনি উজবেকিস্তানের (Uzbekistan) বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্তদের নাম রবার্ট এবং অমৃত সোনু। দু’জনেই অসমের বাসিন্দা এবং এই হোটেলের কর্মী। বিদেশি মুদ্রা চুরি করে মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার দুই হোটেলকর্মী।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য শুভেন্দুর, খেজুরিতে প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস

পুলিশ সূত্রে খবর, ৫ মার্চ উজবেকিস্তান থেকে বেঙ্গালুরু যান জ়ারিনা। ৫ মার্চ থেকে বেঙ্গালুরুর এই হোটেলে থাকছিলেন তিনি। বুধবার সেখানে জোর করে রবার্ট এবং অমৃত তার ঘরে ঢুকে পড়েন। ঘর পরিষ্কার করার বাহানায় জ়ারিনার ঘরে ঢুকতে চায় দুইজন। জানা যায় জ়ারিনার আপত্তি থাকলেও তাঁর ঘরে ঢুকে পড়েন হোটেলের দুই কর্মী। এর মধ্যে একজন অভিযুক্তের গালে চড় মারেন জ়ারিনা। হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় ঘটনা। রাগের বশে জ়ারিনাকে খুন করেন রবার্ট এবং অমৃত। দু’জন মিলে ঘর থেকে টাকা চুরি করে জানলা দিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন-সিএএ নিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক তথ্য তুললেন সাকেত গোখেল

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ। এরপর মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুই অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। বেঙ্গালুরু পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করে খুব দ্রুত তল্লাশি শুরু করে।পুলিশ জানায় হোটেল থেকে পালিয়ে তাঁরা কেরল চলে যান। গ্রেফতারির পর তাঁদের থেকে উজবেকিস্তান মুদ্রা অনুযায়ী, দু’টি দু’হাজার এবং একটি পাঁচ হাজারের নোট উদ্ধার করা গিয়েছে। দুই অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়।

Latest article