মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য শুভেন্দুর, খেজুরিতে প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস

শুক্রবার ভোটের প্রচারে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত খেজুরিতে একটি জনসভা করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী সেখানে প্রার্থী।

Must read

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অসুস্থতাকে কটাক্ষ করে কুরুচিকর মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার পথে নামছে তৃণমৃল কংগ্রেস (Trinamool congress)। পূর্ব মেদিনীপুরের খেজুরির সভা থেকে করা শুভেন্দুর বক্তব্যকে ভোটের আগে হাতিয়ার করেছে বাংলার শাসকদল। সেই খেজুরিতে এবার প্রতিবাদ মিছিল এবং সভা করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

আরও পড়ুন-কর্নাটকে গভীর সঙ্কটে বিজেপি, নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে মামলা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

উল্লেখ্য, শুক্রবার ভোটের প্রচারে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত খেজুরিতে একটি জনসভা করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী সেখানে প্রার্থী। তাঁর সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে শুভেন্দুকে বলে, ‘মাথা ঘুরছে, লো প্রেসার, ধপ ধপ করে পড়ে যাচ্ছে। পড়া শুরু হয়েছে উপর থেকে, নীচ অবধিও পড়া শুরু হবে।’ শুভেন্দু সরাসরি কারও নাম না করলো অসুস্থ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়েই এই ধরণের কুরুচিকর মন্তব্য করেছেন শুভেন্দু বলেই মনে করছে রাজনৈতিক মহল। শনিবার প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করা হয়েছে খেজুরিতে। জানা গিয়েছে বিকেলের এই কর্মসূচিতে যোগ দেবেন কুণাল ঘোষ ও উত্তম বারিক।

আরও পড়ুন-সিএএ নিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক তথ্য তুললেন সাকেত গোখেল

প্রসঙ্গত, এই ঘটনার ভিত্তিতে শনিবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, ‘দল আমাকে খেজুরির কর্মসূচিতে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। আমরা মানুষের উন্নয়নের কথা বলি। ওরা যত বুঝতে পারছে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তত এই ধরনের আক্রমণ করছে। মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন, কপাল থেকে রক্ত পড়ছে। সেটাকে ‘লো প্রেসার’ বলে কটাক্ষ করছে। বয়স কারও থেমে থাকে না। বয়স নিয়ে কটাক্ষ করবেন না। এই বয়সে মুখ্যমন্ত্রী সক্রিয় গতিশীল আপনার দলে ক’জন আছে? সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ধরনের মন্তব্য করছে।’

Latest article