চুয়াড় বিদ্রোহের নায়ককে ঘিরে আদিবাসী মানুষদের উচ্ছ্বাস, শহিদ রঘুনাথ সিংয়ের পূর্ণাবয়ব মূর্তি বসল

অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম শহরে চুয়ার বিদ্রোহের মহানায়ক বীর শহিদ রঘুনাথ সিংয়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হল সোমবার।

Must read

সুমন পণ্ডিত, ঝাড়গ্রাম: অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম (Jhargram) শহরে চুয়ার বিদ্রোহের মহানায়ক বীর শহিদ রঘুনাথ সিংয়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হল সোমবার। বীর শহিদ রঘুনাথ সিং ছিলেন চুয়াড় বিদ্রোহের অন্যতম নেতা। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দেন। ১৮৩৩ সালে ২৩ সেপ্টেম্বর তিনি শহিদ হন।

আরও পড়ুন-এমবাপের জোড়া গোল

শহিদ রঘুনাথ সিং ঝাড়খণ্ডের ঘাটশিলা এলাকার দামপাড়ার বাসিন্দা ছিলেন। এদিন ঝাড়গ্রাম শহরের ১৪ নম্বর ওয়ার্ডে রঘুনাথ সিংয়ের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন ঝাড়গ্রাম শহরের পাঁচমাথার মোড় থেকে মিছিল শুরু করেন ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের মানুষজনেরা। স্নেহাশিস বলেন, আজকের আমাদের কর্মসূচি হচ্ছে স্বাধীনতা সংগ্রামী এক বীরকে স্মরণ করা। একটা সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা দখল করে রেখেছিল দেশকে। বাণিজ্য করার নাম করে দখল করে রেখেছিল দেশটাকে। তারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছিল আর এদের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়িয়েছিল আদিবাসী সমাজ। সেই সমাজেরই নেতা ছিলেন বীর রঘুনাথ সিং। ওঁকে স্মরণ করা আমাদের গুরুত্বূপূর্ণ কর্তব্য। ওঁদের কাজে আমাদের অনুপ্রাণিত হতে হবে।

Latest article