বালাসোর (Balasore) ট্রেন দুর্ঘটনার ঘা শুকোনোর আগেই ফের দুর্ঘটনা সেই ওড়িশাতেই (Orissa)। আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়েছে বারগড় জেলায়। বারগড়ে চুনাপাথর বহনকারী একটি পণ্যবাহী ট্রেনের কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। আপাতত কোন হতাহতের খবর নেই। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন-ভাগলপুরে দ্বিতীয়বার ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতুর তিনটি স্তম্ভ
সোমবার ওড়িশার বারগড়ে একটি বেসরকারী সিমেন্ট কোম্পানির একটি পণ্যবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়েছে । বারগড় জেলার মেধাপালির কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। সোমবার জানিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে জানায় রেলওয়ের কোনও ভূমিকা নেই। এটি একটি প্রাইভেট সিমেন্ট কোম্পানির ন্যারো গেজ সাইডিং। রোলিং স্টক, ইঞ্জিন, ওয়াগন এবং ট্রেন ট্র্যাক (ন্যারো গেজ) সহ সমস্ত পরিকাঠামো কোম্পানি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়।