আদালতের নির্দেশ সত্ত্বেও বিদেশ যাত্রায় বাধা রুজিরাকে, টুইট বার্তায় ক্ষোভপ্রকাশ কুণাল ঘোষের

গত সেপ্টেম্বর মাসে রক্ষা কবচ দিয়ে সুপ্রিমকোর্ট জানিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না

Must read

বেশ কয়েক সপ্তাহ ধরে জেলায় জেলায় ঘুরে দলীয় কর্মসূচিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিয়োগ দুর্নীতি মামলায় ডাক পেয়ে কলকাতায় ফিরে ইডির (ED) মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কিন্তু আজ সকালে তাঁর স্ত্রীকে বিদেশ যাত্রা যেতে বাধা দেন কলকাতা বিমানবন্দরের অভিভাসন কর্তারা। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন।

আরও পড়ুন-বারগড়ে চুনাপাথর বহনকারী একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত

আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে রুজিরার বিদেশযাত্রায় কোন বাধা নেই। কিন্তু হঠাৎ আজ স্ত্রীকে বিমানবন্দরে আটকানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন। গত সেপ্টেম্বর মাসে রক্ষা কবচ দিয়ে সুপ্রিমকোর্ট জানিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তাঁর চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রেও কোনও বাধা নেই। অভিষেক আমেরিকা গিয়ে চোখের চিকিৎসাও করিয়ে আসেন।

আরও পড়ুন-ভাগলপুরে দ্বিতীয়বার ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতুর তিনটি স্তম্ভ

এই মর্মে এবার কুণাল ঘোষ টুইট করে ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন, ‘রাজনীতিতে পাল্লা দিতে না পেরে যারা ক্ষমতার অপপ্রয়োগ করে বাড়ির লোকদের হয়রানির মাধ্যমে নেতিবাচক বার্তা রটাতে চায়, তারা কাপুরুষ এবং রাজনৈতিকভাবে দেউলিয়া। মনে রাখুক, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃণমূল সহ্য করছে মানুষের উপর আস্থা রেখে। বাংলার মানুষ জবাব দেবেন।’

 

Latest article