আগামী পাঁচদিন জারি থাকবে দাবদাহ, কবে বৃষ্টি

প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়নি। প্রবল গরমে ধুঁকছে বাংলা (West Bengal)। আজ এবং আগামী পাঁচদিন এই দাবদাহ জারি থাকবে

Must read

বর্ষা (Monsoon) এখনও দেশে ঢোকেনি। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়নি। প্রবল গরমে ধুঁকছে বাংলা (West Bengal)। আজ এবং আগামী পাঁচদিন এই দাবদাহ জারি থাকবে। যদিও উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-আদালতের নির্দেশ সত্ত্বেও বিদেশ যাত্রায় বাধা রুজিরাকে, টুইট বার্তায় ক্ষোভপ্রকাশ কুণাল ঘোষের

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কিন্তু মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং ,কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-বারগড়ে চুনাপাথর বহনকারী একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত

উল্লেখ্য আজকলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৮ ডিগ্রি এবং ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের বেলায় অস্বস্তিকর গরম হবে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

Latest article