কৃষ্ণাঙ্গ হত্যা মামলা : কর্মবিরতির পথে লন্ডন পুলিশের একাংশ

Must read

প্রতিবেদন : এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার ঘটনায় সহকর্মী পুলিশকর্মীকে দোষী সাব্যস্ত করার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন লন্ডন পুলিশের (London Police) শতাধিক সশস্ত্র পুলিশ অফিসার। লন্ডন পুলিশের (London Police) তরফে বিষয়টি কথা স্বীকার করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, ব্রিটেনে সব পুলিশের হাতে অস্ত্র থাকে না। যাঁদের কাছে আগ্নেয়াস্ত্র থাকে, তাঁরা বিশেষ ভাবে প্রশিক্ষিত। মিডিয়ার রিপোর্ট, ১০০ জনের বেশি পুলিশ অফিসার প্রতিবাদী পদক্ষেপ হিসাবে কাজে যোগ দিতে অস্বীকার করেছেন।
ঘটনার সূত্রপাত কীভাবে? ২০২২ সালের সেপ্টেম্বরে ২৪ বছরের এক কৃষ্ণাঙ্গ যুবক ক্রিস কাবার নিহত হন এক পুলিশ অফিসারের গুলিতে। তিনি দক্ষিণ লন্ডনে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে এক পুলিশ অফিসার গুলি করে হত্যা করেন বলে অভিযোগ। তদন্তে দেখা যায়, মৃত কাবারের কাছে কোনও অস্ত্র ছিল না। ঘটনার প্রেক্ষিতে অভিযোগ ওঠে, বর্ণবিদ্বেষের জেরে ওই কৃষ্ণাঙ্গকে গুলি করে মারা হয়েছিল। ঘটনার পর ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান পুলিশকে সমর্থন করেন। তিনি সেসময় বলেছিলেন, পুলিশকে সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। সেই ঘটনার সূত্রেই এবার সহকর্মীর পাশে দাঁড়িয়ে কর্মবিরতি পালন লন্ডন পুলিশের একাংশের। পুলিশ বিভাগের মুখপাত্র জানান, প্রথমে কয়েকজন অফিসার সশস্ত্র অবস্থায় কাজে যোগ দিতে অস্বীকার করেন। তারপরে এতে সংহতি জানিয়ে বাকিরাও কর্মবিরতির পথে।

আরও পড়ুন-পাওনা আদায়ে দিল্লিতে ধরনা তৃণমূলের: চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ‘উধাও’ কেন্দ্রীয় মন্ত্রী  

Latest article