প্রতিবেদন : আই লিগ তৃতীয় ডিভিশনে ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour- Abbas Union) বিজয়রথ ছুটছে। বেঙ্গালুরুতে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে চূড়ান্ত রাউন্ডে ওঠার পথে আরও এক ধাপ এগোল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। শনিবার ডায়মন্ড হারবার ১-০ গোলে হারাল হায়দরাবাদের ক্লাব আব্বাস ইউনিয়ন এফসি-কে। খেলার সংযুক্ত সময়ে জয়সূচক গোলটি করে দলকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন নরহরি শ্রেষ্ঠা।
গ্রুপ ‘ডি’-তে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতে ডায়মন্ড হারবারের (Diamond Harbour- Abbas Union) পয়েন্ট ৯। তবে এই গ্রুপের অন্য ম্যাচে স্থানীয় দল স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু এদিন ৬-০ গোলে ডোয়াবা এফসি-কে হারানোয় ডায়মন্ড হারবারের সঙ্গে তাদেরও পয়েন্ট সমান। কিন্তু এদিন ছ’গোলে জেতায় ডায়মন্ড হারবারের থেকে গোল পার্থক্য অনেকটা বাড়িয়ে নিয়েছে বেঙ্গালুরু দল। সোমবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ডায়মন্ড হারবার ও স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু। লিগের পরবর্তী রাউন্ডে যেতে হলে এই ম্যাচ জেতা ছাড়া কোনও রাস্তা নেই কিবু ভিকুনার দলের কাছে।
আরও পড়ুন-প্রকাশ্য দিবালোকে ছু.রি দিয়ে আ.ঘাত করে খু.ন বিহারে
তুলনামূলকভাবে কমজোরি আব্বাস ইউনিয়নের বিরুদ্ধে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল ডায়মন্ড হারবারের সামনে। কিন্তু প্রচুর গোলের সুযোগ নষ্ট করায় তা সম্ভব হয়নি। শনিবারের ম্যাচে শুরু থেকে খেলার রাশ নিজেদের হাতেই রেখেছিল কিবুর দল। কিন্তু আব্বাস ইউনিয়ন সারাক্ষণ রক্ষণে লোক বাড়িয়ে খেলায় গোলের লকগেট খুলতে গিয়ে সমস্যায় পড়ে ডায়মন্ড হারবার। কিন্তু সুযোগ যখন এসেছে তখন বিপক্ষ গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি রাহুল পাসোয়ান, জবি জাস্টিনরা। একাধিক সহজতম সুযোগ নষ্ট করেন কিবুর ছেলেরা। দেবায়ন হাজরা গোলের দু’টি সহজতম সুযোগ নষ্ট করেন। সুযোগ কাজে লাগাতে পারেননি জবি, আরিয়ান, কার্লোসও। ফলে গোলের অপেক্ষা বাড়ে ডায়মন্ড হারবারের।
শেষ পর্যন্ত ম্যাচের সংযুক্ত সময়ে কাঙ্ক্ষিত গোলটি পায় কিবুর দল। ৯২ মিনিটে অনবদ্য একটি মুভ থেকে গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন পরিবর্ত হিসেবে নামা নরহরি। সুপ্রিয় পণ্ডিতের ক্রস থেকে দুরন্ত হেডে বল জালে জড়ান নরহরি। শেষ পর্যন্ত এই গোলেই ম্যাচ জেতে ডায়মন্ড হারবার। খেলার পর দলের গোল নষ্টের প্রদর্শনীতে হতাশ কোচ কিবু। ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ বলেন, ‘‘এত গোলের সুযোগ নষ্ট করলে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। আমরা বড় ব্যবধানে জয়ের সুযোগ হারিয়েছি। আশা করি, শেষ ম্যাচ জিতেই আমরা ফাইনাল রাউন্ডে যাব।’’