ফের হার, গেল সিরিজ

ভারত ৮০ (১৬.২ ওভার) ইংল্যান্ড ৮২/৬ (১১.২ ওভার)

Must read

মুম্বই, ৯ ডিসেম্বর : প্রথম টি ২০ ম্যাচে ৩৮ রানে হারের পর রবিবার ইংল্যান্ডের (England- India) কাছে দ্বিতীয় ম্যাচেও হেরে গেল ভারত। এবার ব্যাবধান ৪ উইকেটের। এই হারের ফলে তিন ম্যাচের টি ২০ সিরিজে ০-২ পিছিয়ে পড়ে সিরিজ খোয়ালেন হরমনপ্রীত কউররা। জেতার জন্য ২০ ওভারে ৮১ রানের দরকার ছিল ইংল্যান্ডের। তারা সেটা ৬ উইকেট হারিয়ে তুলে নিয়েছে। শেষদিকে দীপ্তি শর্মাদের (২ উইকেট) দাপটে চাপে পড়লেও ইংল্যান্ড রান তুলে নিয়েছে। অ্যালিস ক্যাপসি করেছেন ২৫ রান। নাইট ও একলিস্টন নটআউট থেকে যান যথাক্রমে ৭ ও ৯ রানে।
ওয়াংখেড়ের উইকেটে যে সাংঘাতিক কোনও জুজু ছিল তা বলা যাবে না। তাহলে ইংল্যান্ড (England- India) বোলারদের মধ্যে এক-দুজন অন্তত নামের পাশে অনেকগুলি উইকেট জড়ো করে ফেলতেন। তার বদলে চার্লি ডিন, লরেন বেল, সোফি একলিস্টন ও সারা গ্লেন দুটি করে উকেট নিয়ে গেলেন। একটি করে উইকেট নাতালি শাইভারব্রান্ট ও প্রেয়া কেম্পের। যার অর্থ, ইংল্যান্ড বোলাররা নিজেদের মধ্যে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। উইকেটে তেমন কোনও জুজু থাকলে এটা হত না।
আগে ব্যাট করে ভারতীয় ব্যাটিং কেন এমনভাবে ভেঙে পড়ল, সেটা ভেবে দেখার বিষয়। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচ জিতে সমতায় ফেরার চ্যালেঞ্জ ছিল হরমনপ্রীত কউরদের সামনে। কিন্তু তাঁরা ১৬.২ ওভারে অল আউট হয়ে গেলেন মাত্র ৮০ রানে। যেটা এই শক্তিশালী ইংল্যান্ড দলের সামনে কিছুই নয়। এদিন রিচা ঘোষ (৪) যখন ফিরে গেলেন, ভারতের রান ৩৪-৫। তার আগে পরপর ফিরে গিয়েছিলেন শেফালি ভার্মা (০), স্মৃতি মান্ধানা (১০), হরমনপ্রীত (৯) ও দীপ্তি শর্মা (০)। দীপ্তি নিজের শততম টি ২০ ম্যাচে খেলতে নেমে কোনও রানই করতে পারেননি।
এরপর ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যাঁদের উপর ছিল, সেই পুজা বস্ত্রকার (৬), শ্রেয়াঙ্কা পাতিল (৪), তিতাস সাধু (২), সাইকা ইশাক (৮) তেমন কোনও ছাপ ফেলতে পারেননি। রেনুকা সিং নট আউট থেকে যান ২ রানে। ভারতীয় ইনিংস ব্যাটারদের এমন টানা ব্যার্থতার মধ্যেও যে ৮০-তে পৌঁছতে পেরেছে, সেটা তিন নম্বরে নামা জেমাইমা রডরিগেজের জন্য। তিনি ৩৩ বলে ৩০ রান করেছেন। দুটি চার। জেমাইমা তন ধরে খেলতে বাধ্য হয়েছিলেন।

আরও পড়ুন-জয়ের হ্যাটট্রিক ডায়মন্ড হারবারের

Latest article