দার্জিলিংয়ে গবেষণাকেন্দ্রে আ.গুন

শীতের আমেজে উৎসবের মরশুমে শৈল শহরে পর্যটকদের ঢল। এর মধ্যেই দার্জিলিংয়ে (Darjeeling) ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।

Must read

শীতের আমেজে উৎসবের মরশুমে শৈল শহরে পর্যটকদের ঢল। এর মধ্যেই দার্জিলিংয়ে (Darjeeling) ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ন্যাশনাল অর্কিড হাউস ফর রিসার্চ সেন্টার (National Orchid House for Research center) বা জাতীয় অর্কিড গবেষণাকেন্দ্র পুড়ে ছাই হয়ে গেল বছরের প্রথমেই। মঙ্গলবার সকালে আগুন লাগার ফলে গবেষণা কেন্দ্রের অনেক গুরুত্বপূর্ণ নথি আসবাবপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে গবেষণাকেন্দ্রে থাকা অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। কিন্তু লাভ হয় নি। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন-দুয়ারে সরকার প্রথম দিনেই একশোয় ১০০

অর্কিড গবেষণাকেন্দ্রে মিটার বক্সের পিছন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। গবেষণাকেন্দ্রের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে আসে। পরে ঘটনাস্থলে আরও দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও এখনও অগ্নিকাণ্ডের কারণ সঠিকভাবে জানা যায়নি। দোতলার মিটার বক্সের কাছ থেকেই ধোঁয়া বের হলেও খুব তাড়াতাড়ি আগুন তিনতলাতে ছড়িয়ে পড়ে। এর ফলে দোতলা এবং তিনতলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গবেষণা কেন্দ্রের ২০ থেকে ২২ টি এয়ার কন্ডিশনার মেশিন পুড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর কাজে সাহায্য করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে দমকলে খবর দেওয়া হয়। কিন্তু একটি ইঞ্জিনে এসে আগুন নেভাতে গেলে জল শেষ হয়ে যায়। ফলে সমস্যা তৈরি হয়েছিল। পরে আরও দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে আসে। সব মিলিয়ে ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

Latest article