উলুবেড়িয়ার যানজটের সমস্যার স্থায়ী সমাধানে গড়ে উঠছে নয়া বাইপাস

রাজ্য সরকারের উদ্যোগে এবার উলুবেড়িয়া শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে।

Must read

সংবাদদাতা, হাওড়া : রাজ্য সরকারের উদ্যোগে এবার উলুবেড়িয়া শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে। তৈরি হচ্ছে বাহির গঙ্গারামপুর থেকে উলুবেড়িয়া ফেরিঘাট পর্যন্ত প্রায় ৪কিমি দীর্ঘ বাইপাস রাস্তা। পূর্ত দফতরের উদ্যোগে ৩৭ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই রাস্তা। সোমবার নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করলেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়।

আরও পড়ুন-ব্রিগেডের সভা নিয়ে বৈঠকে কোর কমিটি

উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়ার পুরপ্রধান অভয় দাস সহ আরও অনেকে। পুলক রায় বলেন গত পুরভোটে আমরা উলুবেড়িয়াবাসীকে যানজট থেকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। বাইপাস তৈরির মাধ্যমে সেই প্রতিশ্রুতি পূরণ হচ্ছে। আগামী ৮-১০ মাসের মধ্যে এই রাস্তা তৈরি হয়ে যাবে। তারপরই যানজট মুক্ত হবে উলুবেড়িয়া শহর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাস্তা তৈরির কাজের সূচনা হল। উলুবেড়িয়ার পুরপ্রধান অভয় দাস বলেন, বাইপাস রাস্তার সঙ্গেই ৮টি কালভার্ট ও ২টি সেতুও নির্মাণ করা হবে। যানজট মুক্ত করতে এই বাইপাস তৈরির পাশাপাশি আমরা টোটো চলাচলের জন্য নির্দিষ্ট রুট বেঁধে দেব। এর ফলে উলুবেড়িয়ার রাস্তা আর কোনওভাবেই যানজটের কবলে পড়বে না। যানজটের সমস্যা দূর করতে রাজ্য সরকারের এই উদ্যোগে বেজায় খুশি উলুবেড়িয়ারের বাসিন্দারা।

Latest article