২০২০ সালে মহামারী কোভিড (Covid) আতঙ্ক এখনও বিশ্বের বিভিন্ন দেশের কাটেনি। চিনের হাত ধরে এই ভাইরাস ছড়িয়েছিল সারা দেশে। কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে (US) ছড়িয়ে পড়েছে দুটি নতুন কোভিড ভ্যারিয়েন্ট KP.2 ও KP 1.1। এই দুটি ভ্যারিয়েন্ট ওমিক্রনের JN.1 সাব ভ্যারিয়েন্টকেও অনেকটাই বিস্তার করে গিয়েছে। চিকিৎসকরা মনে করছে এই নতুন ভ্যারিয়েন্টগুলি আগের ভ্যারিয়েন্টগুলির থেকে অনেক বেশি সংক্রামক। লক্ষণগুলি যদিও একই থাকবে। KP.2 এর থেকে KP 1.1 কম সংক্রামক। স্বস্তির খবর একটাই এই ভ্যারিয়েন্টগুলি শরীরে এলেও বাড়িতে সমাধান হয়ে যাবে। একান্তই প্রয়োজন না হলে হাসপাতালে ভর্তি হতে হবে না।
আরও পড়ুন-কেরলে বাড়ছে ওয়েস্ট নাইল ফিভার
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে নামটি রাখা হয়েছে। এটি কোভিড ভ্যারিয়েন্টের অন্যতম গ্রুপ। এটি ওমিক্রন জে এন ১ বংশের। ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত প্রায় ২৫ শতাংশ নতুন কেস পাওয়া গিয়েছে। যদিও বলা হচ্ছে এখনই এই ভ্যারিয়েন্ট ভারতে ছড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। তবে সতর্কবার্তা হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে মাক্স ব্যবহার করার কথা বলা হয়েছে। শিশু এবং বয়স্কদের ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়ার মাধ্যমে সুস্থ রাখতে হবে। যাদের ডায়াবিটিস বা কোনও রোগ রয়েছে বা ইমিউনিটি কম, তাদের কিছুটা হলেও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।