সংবাদদাতা, বহরমপুর : রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পে মুর্শিদাবাদ জেলায় ১৮০ কোটি টাকারও বেশি খরচ করে রাস্তা হতে চলেছে। সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে ৪৭৭টি রাস্তা হচ্ছে। তার মধ্যে ১৫০টি রাস্তার ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। সাগরদিঘি উপনির্বাচনের জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া বন্ধ ছিল।
আরও পড়ুন-শিশুসাথী-র দৌলতে হার্টের অপারেশনে সুস্থ শিশু
ফলে বাকি রাস্তাগুলির ওয়ার্ক অর্ডারও শিগরিরই হয়ে যাবে। পাশাপাশি আরও কিছু রাস্তা অনুমোদন পাচ্ছে মুর্শিদাবাদে। ফলে মোট ৭০৩.৩৯ কিমি রাস্তা হবে মুর্শিদাবাদে। আগামী আড়াই থেকে তিন মাসের মধ্যে ওই রাস্তাগুলি হয়ে যাবে। মঙ্গলবার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং প্রতিটি মহকুমায় ওই রাস্তাগুলির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ওই রাস্তাগুলি ব্লক, জেলা পরিষদ এবং ডব্লুবিএসআরডিএ করবে। রাস্তার খরচ-সহ সমস্ত কিছুই জনগণকে জানানো হবে বলে জানিয়েছেন জেলাশাসক।