নদিয়ায় সড়ক-বিপ্লব, ঢেলে সাজা হচ্ছে গ্রামের রাস্তাঘাট

১৫৭টি গ্রাম জুড়ে ২ লক্ষ ৯৪ হাজারেরও বেশি মানুষ এ থেকে উপকৃত হবে। জানিয়েছেন নদীয়া জেলা পরিষদের মেন্টর বাণীকুমার রায়।

Must read

সংবাদদাতা, কৃষ্ণনগর : নদিয়া জেলায় সড়ক-বিপ্লব ঘটতে চলেছে। গ্রামাঞ্চলে যোগাযোগব্যবস্থা ঢেলে সাজার লক্ষ্যে গ্রামীণ সড়ক নির্মাণে গুরুত্ব আরোপ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ফান্ড-এর অর্থে নদিয়া জেলা জুড়ে নতুন ৮৫ কিলোমিটার নতুন রাস্তা করবার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে ১৭ কোটি ৮৯ লক্ষ টাকা মঞ্জুর করা হয়ছে। ওই অর্থে জেলার ১১টি ব্লক এলাকায় ৪৬টি রাস্তা নির্মাণ করা হবে। এর মধ্যে ৪৩টি রাস্তা হবে পিচের ও তিনটি হবে কংক্রিটের।

আরও পড়ুন-মুর্শিদাবাদে ১৮০ কোটি টাকায় হচ্ছে নতুন রাস্তা

১৫৭টি গ্রাম জুড়ে ২ লক্ষ ৯৪ হাজারেরও বেশি মানুষ এ থেকে উপকৃত হবে। জানিয়েছেন নদীয়া জেলা পরিষদের মেন্টর বাণীকুমার রায়। তিনি আরও জানান, পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে নদিয়া জেলায় ৬৩ কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে। ওই টাকায় ৩৭৬টি রাস্তা নির্মাণ হবে। আগামীকাল এই রাস্তাগুলির ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা পর্যায়ে চকদিগনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন রাস্তার নির্মাণে মূল অনুষ্ঠানটি হবে।

Latest article