গ্রামীণ হাসপাতাল সুপার স্পেশালিটি

হাসপাতালের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তাঁরা। কোথায় কোন বিভাগ হচ্ছে, মেশিনপত্র কোথায় বসানো হচ্ছে ঘুরে দেখেন।

Must read

সংবাদদাতা, হাওড়া : গ্রামীণ চিকিৎসাব্যবস্থার উন্নতিতে যুগান্তকারী পদক্ষেপ আমতায়। স্থানীয় বিধায়ক ডাঃ নির্মল মাজির উদ্যোগে স্বাস্থ্য দফতর আমতায় গড়ে তুলছে মডেল সুপার স্পেশালিটি হাসপাতাল। মাসখানেকের মধ্যেই চালু হয়ে যাবে ২৮ হাজার বর্গফুট জুড়ে গড়ে-ওঠা ৪৫০ শয্যার এই হাসপাতালটি। সোমবার সেই কাজের অগ্রগতি ঘুরে দেখলেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগী, বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ নির্মল মাজি, হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাইচন্দ্র মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন-নদিয়ায় সড়ক-বিপ্লব, ঢেলে সাজা হচ্ছে গ্রামের রাস্তাঘাট

হাসপাতালের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তাঁরা। কোথায় কোন বিভাগ হচ্ছে, মেশিনপত্র কোথায় বসানো হচ্ছে ঘুরে দেখেন। এরপর তাঁরা একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। নির্মল জানান, এটি রাজ্যের মডেল হাসপাতাল হবে। পঞ্চায়েত ভোটের আগেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে। আটতলা হাসপাতালটি প্রথম পর্যায়ে চারতলা করে চালু করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আরও চারতলা হবে। ছটি ওটি রুম থাকবে। বার্ন ইউনিট, ব্লাড ব্যাঙ্ক থাকছে। চোখ ও হাড়ের জটিল অস্ত্রোপচার হবে। সদ্যোজাতের সমস্ত চিকিৎসার ব্যবস্থা থাকছে। এসএসকেএম থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকেরা মাঝেমাঝে এসে রোগী দেখবেন। আমতা, উদয়নারায়ণপুর ও আশপাশের এলাকার মানুষদের আর কলকাতায় ছুটতে হবে না।

Latest article