সংবাদদাতা, বীরভূম : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কচুরিপানার মতো অপ্রয়োজনীয় বস্তু দিয়ে স্বনির্ভর হওয়ার কথা বলেছেন। এমনকি বনগাঁর এক স্বনির্ভর গোষ্ঠীর কচুরিপানা থেকে তৈরি রাখি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও উপহার পাঠান। তা থেকেই প্রেরণা পেয়ে স্বনির্ভর গোষ্ঠী ‘বার্ড’ জেলার সাঁইথিয়া ব্লকে কচুরিপানা দিয়ে নানা প্রয়োজনীয় জিনিস বানাচ্ছে।
আরও পড়ুন-আকাশ দখল করবে মা-মাটি-মানুষ ঘুড়ি
হাতেকলমে শিখিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা গ্রাম বাংলার মহিলাদের স্বনির্ভর করে তোলার চেষ্টা চালাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২৫ জন মহিলাকে নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। কচুরিপানা থেকে তৈরি হচ্ছে ব্যাগ, পেনদানি, ফুলের সাজি, বিভিন্ন রকমের ট্রে ও বাক্স থেকে বাড়ির সাজসজ্জার রকমারি জিনিস। প্রশিক্ষিত মহিলারা কচুরিপানা থেকে নানা জিনিস তৈরির পাশাপাশি শিখে নিচ্ছেন নতুন নতুন জিনিস দ্রব্য তৈরির কাজ। সেগুলি বিভিন্ন প্রদর্শনী, মেলা ও দেশবিদেশ পৌঁছে যাচ্ছে। বিক্রি করে লাভের মুখ দেখছেন মহিলা শিল্পীরা।
আরও পড়ুন-কারিগরি শিক্ষার্থীদের মান বাড়াচ্ছে রাজ্যের প্রতিষ্ঠান
মূলত গ্রামীণ মহিলাদের স্বনির্ভর ও পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহার করে পরিবেশ দূষণমুক্ত করার উদ্দেশ্যেই এই কাজ শুরু হয়েছে। দু’ভাগে বিপুল সংখ্যক মানুষকে এই কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত করেছে সংস্থা। প্রথমে কচুরিপানা প্রক্রিয়াকরণের জন্য গ্রামের পুরুষদের মাধ্যমে তা জলাশয় থেকে তুলে, কেটে শুকিয়ে সংস্থাকে দিয়ে তাঁরা আয় করছেন। সেই কচুরিপানা ফাইবার থেকে নানা দ্রব্য বানিয়ে গ্রামের মহিলারাও উপার্জনে আত্মনির্ভর হচ্ছেন। বীরভূম ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বার্ড)-এর ডিরেক্টর বিব্রসু পরামাণিক জানান, গ্রামীণ মানুষ কচুরিপানাজাত দ্রব্য বানিয়ে উপকৃত হচ্ছেন।