নয়াদিল্লি : দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে আদিবাসী সমাজকে বিজেপি নেতৃত্ব বার্তা দেওয়ার চেষ্টা করলেও সেই আদিবাসী সমাজকেই বঞ্চিত করে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার বিল আনছে মোদি সরকার। সংসদের চলতি বাদল অধিবেশনেই আসছে বন সংরক্ষণ সংশোধনী বিল। এতে বলা হয়েছে, আদিবাসীদের অনুমতি না নিয়েই জঙ্গল কেটে ফেলে সেখানে বাণিজ্যিক নির্মাণ গড়ে তুলতে পারবে বেসরকারি সংস্থাগুলি। আর এই বিলের তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস সহ প্রায় সব বিরোধী দল। তাঁদের বক্তব্য, মোদি সরকার যে প্রকৃতপক্ষে আদিবাসী বিরোধী, নয়া বিলই তার প্রমাণ।
আরও পড়ুন-শুরুতেই অশান্ত সংসদ
এবারের অধিবেশনে তালিকায় থাকা অন্যান্য বিলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিক্যাল বিল ২০২২, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপসি কোড (সংশোধনী) বিল ২০২২, খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ ) সংশোধনী বিল ২০২২, ক্যান্টনমেন্ট বিল, ২০২২, প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র সংশোধনী বিল ২০২২, তফসিলি উপজাতি আদেশ সংশোধন বিল ২০২২।
আরও পড়ুন-অগ্নিবীর নিয়ে প্রশ্ন
এছাড়াও রয়েছে কফি প্রচার ও উন্নয়ন বিল ২০২২, দ্য ডেভেলপমেন্ট অফ এন্টারপ্রাইজেস অ্যান্ড সার্ভিসেস হাম বিল ২০২২, বহু-রাষ্ট্রীয় সমবায় সমিতি সংশোধন বিল ২০২২, পণ্যের ভৌগোলিক নিবন্ধন ও সুরক্ষা সংশোধনী বিল ২০২২, গুদামজাতকরণ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল ২০২২, প্রতিযোগিতা সংশোধনী বিল ২০২২, কালক্ষেত্র ফাউন্ডেশন সংশোধনী বিল ২০২২, পারিবারিক আদালত সংশোধনী বিল ২০২২, পুরাতন অনুদান নিয়ন্ত্রণ বিল ২০২২, জাতীয় ডেন্টাল কমিশন বিল ২০২২, শক্তি সংরক্ষণ সংশোধনী বিল ২০২২ সহ আরও কয়েকটি।