করোনার গ্রাসে একদিকে যখন ব্যবসা-বাণিজ্যের হাল মন্দ ঠিক তখন নতুন বছরের শুরুতে ভালোই ব্যবসা করল স্পাইডার ম্যান (Spiderman)। তাঁর নতুন ফিল্ম ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (Spiderman no way home) গোটা বিশ্বে চুটিয়ে ব্যবসা করেছে।
এটি ‘ফ্রেন্ডলি নেবারহুড’ স্পাইডি-র আর এক রূপ ভেনোম। সম্প্রতি স্পাইডারম্যানের সেই দুষ্টু চরিত্র ভেনোম গোটা বিশ্বে বিপুল অঙ্কে বিক্রি হল।
১৩ জানুয়ারি আমেরিকার ডালাসে হেরিটেজ অকশনস-এর চার দিনের একটি ইভেন্ট ছিল। প্রথম দিনেই নিলামে বাজিমাত করল ভেনোম! দর উঠল ডলার ২৪ কোটি টাকা!
ভেনোমের ক্রেতা বা বিক্রেতা— কারও নামই প্রকাশ্যে আসেনি। যদিও এর আগে কমিক্স বইয়ের কোনও চরিত্র এতটা চড়া দরে বিক্রি হয়নি বলে জানিয়েছেন নিলাম কর্তৃপক্ষ।
আরও করুন – মাদুলি নিলেই ভ্যানিশ করোনা ! খোঁজ মিলল ‘মাদুলিবাবা’ র
মার্ভেল কমিক্সের ‘সিক্রেট ওয়ার্স নাম্বার ৮’ বইয়ের ২৫ নম্বর পাতায় রয়েছে মাইক জেকের আঁকা ভেনোম। ডালাসে সেটিই রেকর্ড দরে বিক্রি হয়েছে। মুখোমুখি লড়াই না হলেও বৃহস্পতিবারের পর বলা যেতে পারে যে স্পাইডারম্যানের কাছে হেরে গেল হাল্ক। কেন?
প্রসঙ্গত, ১৩ জানুয়ারির আগে পর্যন্ত ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’-এর একটি পাতা বিকিয়েছিল ৬ লক্ষ ৫৭ হাজার ২৫০ ডলারে। তবে সে রেকর্ড ভেঙে দিয়েছে ‘দুষ্টু’ স্পাইডারম্যান (Spiderman)— ভেনোম! গত ডিসেম্বরের শেষ দিনে মুক্তির ১২ দিনের মধ্যেই ১০ লক্ষ ডলার কামিয়েছিল জন ওয়াটসের পরিচালিত এই ফিল্ম! স্পাইডি-র ভূমিকায় টম হল্যান্ডকেও বেশ ভালো লেগেছে ফ্যানদের! সার্বিক ভাবে এমন এক বিপন্ন সময় কাটাতে হয়তো ‘সুপারহিরো’কেই খুঁজছেন মানুষ! তবে এখন স্পাইডারম্যানের ভক্তরা তাকিয়ে রয়েছেন স্পাইডার আর হাল্ক-এর লড়াইয়ের দিকে।