পদ্ম বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলা করার নিধান দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Must read

সংবাদদাতা, বারাসত : বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলা করার নিধান দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তৃণমূল কর্মীদের জুতো মারার কথা বলেন।

আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেশনে ধর্মঘট

এই প্রসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বেশ কিছুদিন ধরেই স্বপন মজুমদার পুলিশ, সাধারণ মানুষকে জুতো মারা সহ বিভিন্ন অশালীন কথাবার্তা বলছেন। মনে হচ্ছে উনি জুতোর ব্যবসা শুরু করেছেন। বিজেপি দলটা এমনিই পাগলের। সেখানে আরেকটি পাগল যুক্ত হয়েছে। এমন পাগলকে হয় পাগলা গারদে ঢোকাতে হবে, না হয় পুলিশে দিতে হবে। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস জানান, বনমন্ত্রীর নির্দেশমতো মঙ্গলবার সন্ধ্যায় বাগদা, বনগাঁ ও গোপালনগর থানায় স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Latest article