কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেশনে ধর্মঘট

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে সারা দেশ জুড়ে টানা ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন

Must read

সংবাদদাতা, বারাসত : গণবণ্টন ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে ধর্মঘটে নামলেন রেশন দোকানের মালিকরা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে সারা দেশ জুড়ে টানা ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন। এই সংগঠনের ধর্মঘটের সঙ্গে যুক্ত হয়েছে ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন-ধ্বংসস্তূপ থেকে উদ্ধার চেলসির প্রাক্তনী আতসু

ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক নিখিলেশ ঘোষ বলেন, রেশন ডিলারদের একমাত্র আয় হচ্ছে তাদের কমিশন। কিন্তু দিনে দিনে সেটা কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে ৯৫ টাকা কমিশন দেয় কেন্দ্র। রাজ্য সরকার দুয়ারে রেশনের ব্যবস্থা করায় রাজ্য সরকারের পক্ষ থেকে ৭৫ টাকা মিলছে। ফলে মোট কমিশন দাঁড়িয়েছে ১৭০ টাকা। রাজ্য সরকার এই কমিশন দেওয়ায় আমাদের কিছুটা সুফল মিললেও অন্যান্য রাজ্যে দুয়ারে রেশন সিস্টেম না থাকায় তাঁরা সমস্যায় পড়ছেন।

আরও পড়ুন-বিজেপি পরিযায়ী, দিদি ছাড়া গতি নাই

এর সঙ্গে কেন্দ্র মাথাপিছু ৩ কেজি ৭৫০ গ্রাম চাল ও ১ কেজি ২৫০ গ্রাম গম অর্থাৎ ৫ কেজি বরাদ্দ কমিয়ে দিয়েছে। ফলে সাধারণ মানুষ যেমন চাল গম কম পাচ্ছেন, তেমনই বরাদ্দ কমে যাওয়ায় আমাদের কমিশনও কমে গিয়েছে। এইসব নিয়েই সমস্যায় রেশন ডিলাররা। এইসব বঞ্চনার প্রতিবাদে ১১ দফা দাবি নিয়ে আমাদের ধর্মঘট।

Latest article