বিজেপি পরিযায়ী, দিদি ছাড়া গতি নাই

পশ্চিম মেদিনীপুরের পিংলা এবং সবং বিধানসভাভিত্তিক তৃণমূল কংগ্রেসের ডাকে পিংলা ব্লকের মুণ্ডমারিতে বিশাল এক জনসভা হল।

Must read

সংবাদদাতা, পিংলা : পশ্চিম মেদিনীপুরের পিংলা এবং সবং বিধানসভাভিত্তিক তৃণমূল কংগ্রেসের ডাকে পিংলা ব্লকের মুণ্ডমারিতে বিশাল এক জনসভা হল। ছিলেন রাজ্য তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ, আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য, মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি, আশিস হুদাইত। ছিলেন সন্দীপ সিংহ, সৌরভ চক্রবর্তী, গীতারানি ভুঁইয়া, দীপালি সিং প্রমুখ। গানের কলিতে ও নানা তথ্যে সভা জমিয়ে দেন সায়নী।

আরও পড়ুন-বিশ্বভারতী মাঘমেলাও হল না

বিজেপির সমালোচনা করে বলেন, বিধানসভা ভোটের আগে ওরা এসে বলত, ‘তুমি যে আমার’, আর ভোটের পর ‘তোমার দেখা নাই রে’। ভাবা যায়, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারাতে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী! বিজেপির নেতা-মন্ত্রীরা পরিযায়ী পাখির মতো। যারা সারা বছর মানুষের পাশে থাকে, তারা তৃণমূলের নেতা-কর্মী। দিদি সাধারণ মানুষের জন্য বহু জনমুখী প্রকল্প আনেন। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন, মানুষ পেয়েছেন কি না। তার মানে ‘দিদি ছাড়া গতি নাই।’ এদিন ভাষণের মঞ্চে কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন সায়নী। পরে সামলে ওঠেন। দেবাংশুর অভিযোগ, এক গরিবের মেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা ওরা সহ্য করতে পারছে না। নানাভাবে নামানোর চেষ্টা করছে। আর তা করতে গিয়ে নিজেরাই মুখ থুবড়ে পড়ছে। মানস, অজিত মাইতিরাও আহ্বান জানান, জার্সি বদল করা গদ্দার বিরোধী দলনেতা এসে যে মিথ্যাচার করে গিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে তার জবাব দেওয়ার।

Latest article