সংবাদদাতা, কাটোয়া : দরিদ্র হস্তশিল্পীদের স্বাবলম্বী করতে রাজ্য জুড়ে সবলা মেলা করে সরকার। পূর্ব বর্ধমান জেলা সেই লক্ষ্যপূরণ করল ২৫ লক্ষ ৬৩ হাজার ৭৭৯ টাকার শিল্পসামগ্রী বিক্রি করে। কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তন মাঠে সপ্তাহব্যাপী এই মেলায় রেকর্ড বিক্রি হয়েছে বলে জানান মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে।
আরও পড়ুন-গ্রামেগঞ্জে জাল লটারির টিকিট বিক্রি চক্রের হদিশ পেল পুলিশ, পান্ডা দুই বিজেপি কর্মী-সহ ধৃত ১২
মেলার আহ্বায়ক কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মূলত মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সবলা মেলার সূচনা করে রাজ্যের কোণে কোণে ছড়িয়ে দিয়েছেন। তাঁর পরিকল্পনা যে কতখানি কার্যকর, এবারের রেকর্ড বিক্রিই তার উদাহরণ।’ মেলায় জেলার ২৩টি ব্লক ও ৬টি পুরসভার ৭৯টি স্বনির্ভর হস্তশিল্প গোষ্ঠীর সদস্যরা তাঁদের শিল্পসামগ্রী নিয়ে যোগ দেন। বাঁশ, কাঠ, কাপড়, শোলা, মাটির জিনিসপত্র, গহনা, শাড়ি, ঝুড়ি, কুলো-সহ নজরকাড়া সামগ্রী দেদার বিকনোয় খুশি জেলার বিভিন্ন প্রান্তের শিল্পী ও তাঁদের পরিবার। পুরসভার আতিথেয়তাও তাঁদের মুগ্ধ করেছে। পুরপ্রধান সমীর সাহা বললেন, ‘গতবার জেলা সবলা মেলা বিক্রিবাটায় রাজ্যে প্রথম হয়। এবারও প্রথম হবে বলে আশা।’